বিএনপি নেতা স্বপনের হুঁশিয়ারি
ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না
'আমরা ধানের ধানের শীষের বাইরের কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তা’হলে কোন কেন্দ্র্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না'-বলে হুঁশিয়ারি করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণ মিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।
ভাঙ্গুর বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলাসহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মূহুর্তে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
প্রসঙ্গত পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাতির তুহিনকে। তাকে 'বহিরাগত' উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়ন বঞ্ছিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে সাবেক এমপিকে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তাদের একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।
তারই অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতাকর্মীদের নিয়ে গণ মিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। গণ মিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
খোনে বক্তব্য দিতে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন ধানের শীষের বাইরে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কথা একটাই। আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইওে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইওে কোন লোক থাকবে না।'
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, 'আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশ্য কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসাথে থাকবো।'
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকেরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।'
এমএসএম / এমএসএম
দাঁতভাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্যবসায়ী হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
চট্টগ্রামে রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র মানবিক প্রকল্পের আওতায় শিক্ষা সামগ্রী বিতরণ
আমার মামা-চাচা বড় নেতা নাই আমি কৃষকের ছেলে, জনসভায় লিয়াকত আলী
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
বাঘার পদ্মা চরে বিদেশি পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
শিক্ষকদের মর্যাদা রক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি উন্নয়ন আমার প্রথম অঙ্গীকারঃ শ্রাবণ
কেশবপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
কমলগঞ্জে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন
গোদাগাড়ীতে বিএনপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ