ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের চৌহালীতে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষ মনোনীত পার্থী আমীরুল ইসলাম খান আলীম


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ১:৩৫

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার   নির্বাচনী জনসভায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল  খাষকাউলিয়া  ইউনিয়নের (বিএনপি)  এর উদ্যোগে এক নির্বাচনী পথ সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ২২নভেম্বর)  বিকেলে উপজেলার কেআর পাইলট স্কুল মাঠে  অনুষ্ঠিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায়   সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভিপি, সাবেক সহ সভাপতি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি 

বকুল সিকদার, আনিস সিকদার, বেলকুচির নেতা হাজী আলতাফ হোসেন, বনি-আমিন,হাজী আমীরুল ইসলাম, রিজন সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন জাবিউল্লাহ, আলমগীর হোসেন টাইগার, ওলামা দলের আহবায়ক মাও হজরত আলী, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বিএসসি,দপ্তর সম্পাদক  রেজাউল করিম,উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কাদের মোল্লা ,সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার,  যুবদলের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম শাপলা,ছাত্রদলের আহবায়ক সাব্বির মোল্লা, যুবদলের  যুগ্ম সম্পাদক হাসান মোল্লা ও ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম  প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, বিএনপি গণমানুষের দল। এই দলই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাস করে। আগামীতে ধানের শীষে ভোট দিলে অবহেলিত চৌহালী উপজেলার নদী ভাঙ্গন থেকে রক্ষা এবং  রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হবে।এছাড়াও  বিএনপির পক্ষ থেকে মা -বোনদের জন্য  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়। আর আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে  কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা ।

তিনি আরও বলেন, বিএনপি সব ধরনের ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই দেশের মানুষকে মুক্ত করার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।

অন্যান্য বক্তারা বলেন,বিগত  ফ্যাশিষ্ট  সরকারের দমন-পীড়ন, মামলা-হামলা ও হয়রানির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে ব্যবসায়ী হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামে রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র মানবিক প্রকল্পের আওতায় শিক্ষা সামগ্রী বিতরণ

আমার মামা-চাচা বড় নেতা নাই আমি কৃষকের ছেলে, জনসভায় লিয়াকত আলী

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বাঘার পদ্মা চরে বিদেশি পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিক্ষকদের মর্যাদা রক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি উন্নয়ন আমার প্রথম অঙ্গীকারঃ শ্রাবণ

কেশবপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

কমলগঞ্জে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন

গোদাগাড়ীতে বিএনপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোণা মদনে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে বাউল শিল্পীদের সঙ্গে তৌহিদী জনতার সংঘর্ষ