ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বেনাপোল কাস্টমস সিপাহী মুসার বিরুদ্ধে ঘুস উত্তোলণের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২৫ সকাল ৯:৪১

বেনাপোল কাস্টমস হাউসের সিপাহী মুসা কোটিপতি হওয়ার নেপথ্য রয়েছে অবৈধ ঘুস উত্তোলণ। চাকরি জীবনের শুরুটা বেনাপোল কাস্টমস কমিশনারের বাসার কাজের লোক হওয়ার সুবাদে অল্প সময়েই বাগিয়ে নিয়েছেন কাস্টমস হাউসের সিপাহী পদের চাকরি। অবৈধ ঘুসের টাকা উত্তোলণ করে হয়েছে আঙ্গুলফুলে কলাগাছ। দীর্ঘ ২ যুগেরও বেশি সময়ধরে বেনাপোল শুল্ক স্টেশনে চাকরির সুবাদে অসাধু কর্মকর্তা ও শুল্কফাঁকির সিন্ডিকেট সদস্যদের সাথে মিলে গড়ে তুলেছে ঘুসের রাজত্ব।   
অনুসন্ধানে জানা গেছে, সরকারি রাজস্ব ফাঁকি কাজে নিয়মিত সহযোগীতা দিয়ে লাখ লাখ টাকা অবৈধ ঘুস বানিজ্যের মাধ্যমে খুলনার বয়রা এলাকায় গড়ে তুলেছেন বিলাসবহুল বহুতল ভবন। মুসার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ,গাড়ী ও বাড়ির হিসাব দেখলে চক্ষু চড়ক গাছ যার অধিকাংশই বেনামে স্ত্রী ও শশুরালয়ের আত্নীয় স্বজনের নামে ক্রয়কৃত বলে জানা গেছে। সিপাহী পদে সামান্য বেতনে চাকরি করে অল্প সময়ে অঢেল অর্থবিত্তের মালিক হওয়া অসম্ভব হলেও তা সাধন করেছেন মুসা ওরফে মুসা রনি।
পৈত্রিক বাড়ি কুমিল্লা জেলায় হলেও সিপাহী মুসা এখন খুলনার আভিজাত এলাকার স্থায়ী বাসিন্দা। মুসা বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসের আনস্টাফিং শাখার সিপাহী হিসাবে কর্মরত রয়েছেন। পূর্বে সেখানে এনজিও ফিরোজ বাদ যাওয়ায় বর্তমান আমদানিকারক প্রতিনিধিদের কাছ থেকে ফাইলপ্রতি উর্দ্ধতণ কর্মকর্তাদের নামে ঘুসের টাকা আদায় করছে।
বেনাপোল বন্দরের আমদানি কারক ব্যবসায়ী আয়ুব হোসেন জানান, কাস্টমস থেকে এনজিওদের অপসারনের পর বর্তমান সিপাহীরা ঘুস উত্তোলণ করছে। আর এসব সিপাহীদের নিয়ন্ত্রণ করছে সিপাহী মুসা। অবৈধ ঘুসের টাকায় খুলনা-বেনাপোল-কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ ক্রয় করেছে যা দুদকের সুষ্ঠ তদন্তে বের হবে বলে নিশ্চিত করেন। তাছাড়া দীর্ঘ বছর একইস্থানে চাকরির ফলে শুল্কফাঁকির হোতারা এদেরকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির পথ সুগম করে থাকে। বদলি করা হয়না বলে তারা নিশ্চিন্তে অনৈতিক কাজ করতে দ্বিধা করেনা। 
এর আগে দীর্ঘ সময় ধরে মুসা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান এর সিপাহী হিসাবে কর্মরত ছিলো। সে সময়ে ভারতীয় পাসপোর্ট যাত্রীদের সাথে ল্যাগেজ সুবিধায় আনা অতিরিক্ত পণ্য সরকারী শুল্ক ছাড়াই পার করেই প্রতিদিন হাতিয়েছেন লাখ লাখ টাকা বলে নিশ্চিত করে গোয়েন্দা সদস্যদের টাকা উত্তোলনকারী লিটন ওরফে গোয়েন্দা লিটন।
সিপাহী মুসার সম্পর্কে ব্যাপক খোঁজ খবর নিয়ে জানা যায়,বেনাপোল কাস্টমস হাউসে পূর্বে কর্মরত সিপাহী মোসলেম আলীর হাত ধরে আনুমানিক ২৭ বছর আগে তৎকালীন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারের বাস ভবনের ঝাড়ুদারের কাজ পান মুসা। ঐ চাকরীটাই সাপে বর হয়ে ঘুস বানিজ্যের মাধ্যমে মুসা অঢেল অর্থ সম্পত্তিসহ কালো টাকার মালিক বনেছেন।
অভিযোগ বিষয়ে জানতে মুসার মুঠো ফোনে কল দিলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে প্রতিবেদক কে জানান, বিগত ২০১৬ সালে আমি বেনাপোল কাস্টমস হাউসের সিপাহী পদে যোগদান করি। এর পূর্বে আমি উক্ত কাস্টমস হাউসে মাস্টার রোলে চাকরি করতাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, অভিযুক্ত মুসার সিপাহী পদের চাকরির নিয়োগ পক্রিয়া পুরাটাই অস্বচ্ছ। নিয়োগ কালীন তার দাখিলকৃত শিক্ষা সনদ জাল জালিয়াতির আদলে তৈরী যা সংশ্লিষ্ট মহলের সুষ্ঠ তদন্তে বের হবে। সে দীর্ঘ বৎসর বেনাপোল কাস্টমসে চাকুরী করে রাজস্ব ফাঁকিতে সহায়তা দিয়ে ঘুস বানিজ্যের মাধ্যমে অর্থবিত্তের মালিক বনেছেন বলে নিশ্চিত করেন। তাছাড়া সাম্প্রতি বেনাপোল এলাকায় একটি সম্পদ ক্রয় করার পর তার বিরুদ্ধে বেরিয়ে আসে নানা অপকর্মের তথ্য।
সিপাহী মুসার মত ঘুসখোর সরকারী কর্মচারীদের দ্বারা সরকার বড় অঙ্কের রাজস্ব বঞ্চিত হলেও প্রশাসনিক জবাবদিহিতা বা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করায় অনৈতিক কর্মকান্ডে আরো উৎসাহিত হচ্ছে ও রাতারাতি তারা আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

আজ ৪ ডিসেম্বর দর্শনা শত্রু মুক্ত দিবসের ৫৪ বছর

বেনাপোল কাস্টমস সিপাহী মুসার বিরুদ্ধে ঘুস উত্তোলণের অভিযোগ

মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত

বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ

ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল

আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত