চট্টগ্রামে আরও চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ২টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। নতুন করে আরও ৪টি আসনে প্রার্থী ঘোষণার পর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নকে ঘিরে নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অন্যদিকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা কামাল পাশাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেছে। এখনো শূন্য থাকা দুই আসন হলো চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ও চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা)।
বৃহস্পতিবার (ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রামের চার আসনের প্রার্থীরা হলেন
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ (রাউজান) : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার-ডবলমুরিং-আংশিক): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) : দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল মোস্তফা আমিন।
এ ছাড়া কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন বলেন, “ধানের শীষ প্রতীকে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এখন আমাদের সবাইকে মিলেমিশে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইসিটি বিভাগের চট্টগ্রাম জেলা সদস্য বাকি বিল্লাহ চৌধুরী বলেন, “তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দল এবং প্রার্থীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি প্রার্থী ও দলকে আরও সজাগ ও সচেতন হতে হবে, না হলে ভোটাররা বিভ্রান্ত হতে পারে। আইটি সেক্টরে প্রচার প্রচারণায় আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “নেতা–কর্মীরা আশা করেছিলেন, যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই মনোনয়ন দেওয়া হবে। কিন্তু এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি বিএনপির রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়ে দলীয় কার্যক্রম থেকে দীর্ঘদিন বিরত ছিলেন। এতে তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে, তার জন্য আমরা সবাই মিলে কাজ করব।”
জাসস চট্টগ্রাম উত্তর জেলার সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনুজ জানান, “গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন ঘোষণার পর এলাকায় নারী–পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। নেতা–কর্মীরা এলাকায় মিষ্টি বিতরণ করছেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানের গণমানুষের নেতা।”
চট্টগ্রাম-৯ আসনে মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, “আমার মনোনয়নে শুধু আমি নই, পুরো চট্টগ্রামবাসী খুশি হয়েছে। দীর্ঘদিন মাঠে-ময়দানে সংগ্রাম করা তৃণমূল নেতা–কর্মীদের বিজয় হয়েছে এই মনোনয়ন।
এমএসএম / এমএসএম
রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৮ জনের নামে থানায় মামলা
চট্টগ্রামে আরও চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম মহানগর যুবদলের মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
লাঙ্গলবাঁধ তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
কালিয়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
তারাগঞ্জ উপজেলার নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুরের দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহানদার আলী জাহান
রংপুরের কাউনিয়ায় মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
সরকারি নির্দেশনা অমান্য করে রাণীশংকৈলে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি
কাউনিয়ায় বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন
মেহেরপুর মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক ১ যুবক গ্রেপ্তার
কালিয়ায় সুধীজন ও দপ্তরের কর্মরতদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও জান্নাতুল ইসলাম