ঢাকা শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

খাসি জনগোষ্ঠীর জীবনযাত্রা রক্ষায় শ্রীমঙ্গলে কার্পেং ফাউন্ডেশন ও আদিবাসী ফোরামের মাঠপর্যায়ের পরিদর্শন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসি জনগোষ্ঠীর জীবনযাপন, সামাজিক পরিবেশ ও চলমান সমস্যা পরিদর্শন করেছেন কার্পেং ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধিদল প্রথমে আসলম নাহার পুঞ্জি এবং পরে বিকেলে কাইলিন নাহার পুঞ্জি পরিদর্শন করেন।

বিকেলে কাইলিন নাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুটি পুঞ্জির বাসিন্দাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন কার্পেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল আজিম, প্রজেক্ট অফিসার সেরিলা লামিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনক দেববর্মা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক টুম্পা হাজং, সিনিয়র সহসভাপতি অমর শান্তি চাকমা, রিচার্ড ড্রংসহ আরও অনেকে।

সভায় বক্তারা জানান, প্রতিদিন অসংখ্য পর্যটক খাসি পুঞ্জিতে প্রবেশ করায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক পর্যটক পান গাছের পাতা ছিঁড়ে ফেলা, গ্রামের পরিবেশ নষ্ট করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, খাসি নারীদের অপ্রস্তুত অবস্থায় ছবি তোলা—এমন আচরণের মাধ্যমে পুঞ্জিবাসীদের হয়রানির শিকার করছেন। এমনকি সকালে বাসিন্দারা ঘুম থেকে ওঠার আগেই পর্যটকদের অনুপ্রবেশে ব্যক্তিগত জিনিসপত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে পুঞ্জিবাসীরা অত্যন্ত বিরক্ত ও উদ্বিগ্ন বলে জানান বক্তারা। তারা বলেন, খাসি পুঞ্জিগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রবণতা বন্ধ করা জরুরি। পুঞ্জিবাসীদের নিরাপত্তা, মর্যাদা এবং জীবনযাত্রা রক্ষায় প্রয়োজন সচেতনতা ও যথাযথ পদক্ষেপ।আদিবাসী নেতারা খাসি পুঞ্জিগুলোর প্রতি সম্মান প্রদর্শন ও পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

যাত্রীদেরকে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চালক কাউসারের জীবনে বাতি নিভে গেল

তানোরে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ: ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শালিখায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

খাসি জনগোষ্ঠীর জীবনযাত্রা রক্ষায় শ্রীমঙ্গলে কার্পেং ফাউন্ডেশন ও আদিবাসী ফোরামের মাঠপর্যায়ের পরিদর্শন

মান্দায় সাংবাদিকদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিরের জায়নামাজ বিতরণ

নতুন ভোটারদের অংশগ্রহণে চাঁদপুরে নির্বাচনী অলিম্পিয়াড

জনগনের জীবনমান উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ২৪ দফা ইশতেহারেরর বিকল্প নেই : মুকুল

জিএমপির ৮ থানার ওসি বদলি

টঙ্গীতে খৃষ্টান সম্প্রদায়ের অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহবান করেন কামু

রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন ওসি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত