স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবি: শিবচরের চার যুবক নিখোঁজ, পরিবারে আহাজারি
স্বপ্নের দেশ ইতালি যাত্রায় লিবিয়া থেকে রওনা দেবার পর নিখোঁজ রয়েছে শিবচরের বেশ কয়েকজন যুবক। এক মাস নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) খবর এসেছে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তারা! এই যুবকদের একজন নিশাত মাতুব্বর।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে খবর এলো নিশাতসহ অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ট্রলারটি ডুবে গেছে ভূমধ্যসাগরে! বেশির ভাগই সমুদ্র ডুবে নিখোঁজ! এমন খবর বাড়িতে পৌছানোর পর শোকের মাতম উঠেছে বাড়িতে। শুধু নিশাতই নয় মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন এলাকার আরও ৩ যুবকের খোঁজ নেই অনেকদিন। একই দালালের মাধ্যমে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে রওনা হয়েছিল তারা।
শুক্রবার(৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর বাজার সংলগ্ন নিখোঁজ নিশাতের বাড়িতে গিয়ে দেখা গেছে স্বজনদের আহাজারি। মায়ের আর্তনাদ আর প্রলাপ! বাড়ি ভর্তি আশেপাশের লোকজন, আত্মীয়-স্বজন। ৬ মাসের সন্তান কোলে নিয়ে নির্বাক স্ত্রী মেহেনাজ! নিখোঁজ নিশাত বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য সাবিনা বেগম ও আব্দুল লতিফ মাদবর দম্পতির একমাত্র সন্তান!
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় কুদ্দুস দালালের মাধ্যমে গত অক্টোবর মাসের ৩ তারিখে ঘর ছাড়েন নিশাত। প্রথমে সৌদি আরব যান। সেখানে ওমরাও করেন। পরে সৌদি থেকে কুয়েত হয়ে মিশর পৌছান নিশাত। মিশর থেকে লিবিয়া। পুরো প্রক্রিয়ায় ইতালি যেতে ২২ লাখ টাকা চুক্তি হয় স্থানীয় কুদ্দুস নামের এক ব্যক্তির সাথে। এই কুদ্দুসের মাধ্যমে শিবচরের বিভিন্ন এলাকার আরও অর্ধডজন যুবক ইতালি যাওয়ার জন্য লিবিয়া গিয়ে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ নিশাতের শ্বশুড় মিজান মোল্লা বলেন,'২২ লাখ টাকায় লিবিয়া দিয়ে ইতালি পাঠাবে বলে কুদ্দুস টাকা নেয়। আমরা সব টাকা অগ্রিম দিয়েছি। প্রথমে সৌদি নেয়। সেখান থেকে কয়েক দেশ ঘুরিয়ে লিবিয়া নেয়। নভেম্বর মাসের ১০ তারিখে গেম দেয়। এরপর আর যোগাযোগ নাই। গতকাল(বৃহস্পতিবার) সন্ধ্যায় দালাল কুদ্দুস জানায় ট্রলার ডুবি হয়েছে। বেশিরভাগের কোন খোঁজ নাই!'
নিশাতের মা আহাজারি করতে করতে বলেন,'কুদ্দুস দালাল আরও ১০ লাখ টাকা চাইছে। আমরা বলেছি, আমার ছেলের সাথে যোগাযোগ করাই দেও। ওরা দেয়নি। এক মাস যোগাযোগ নাই। এখন জানাইছে গেমের ট্রলার ডুবে গেছে সাগরে। বেশির ভাগই নিঁখোজ। জানিনা আমার নিশাতের কি হইছে! আমার ছেলেরে ফেরত চাই!'
নিখোঁজ নিশাতের স্ত্রী মেহেনাজ বলেন,'লিবিয়া যাওয়ার পর নিশাতের মোবাইল নিয়ে যায় দালালের লোকজন। পরে অন্যের মোবাইলে যোগাযোগ হতো। ১০ নভেম্বর দুপুরে গেম দেয়। গেম দেয়ার আগে আরেকজনের মোবাইল থেকে ভয়েস পাঠায়। 'ঠিকমত পৌছানোর পর জানাবে'। এরপর থেকে আর যোগাযোগ নাই! বৃহস্পতিবার খবর আসে, গেমের ট্রলার ডুবে গেছে। বেশির ভাগই নিখোঁজ। আমরা জানিনা, নিশাত বেঁচে আছে কিনা। কোন খোঁজ নাই।'
খোঁজ নিয়ে জানা গেছে, নিশাত ছাড়াও একই সাথে নিখোঁজ রয়েছে বাঁশকান্দি ইউনিয়নের ফারহান খান রোমান(২৪), শেখপুরের মুন্সীকান্দি এলাকার মুন্না। এছাড়াও শিবচর পৌর এলাকার আরও ২ যুবকও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,'এর আগে লিবিয়ায় আটকে রেখে তিন যুবককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামিও গ্রেফতার হয়েছে। তবে এই নিখোঁজের বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
Aminur / Aminur
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
জুড়ীতে মরহুম আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে সেবার মান নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্য বিভাগের ডিজি
আউশপাড়ায় “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন
বাগান থেকে হাত-মুখ বাঁধা যুবকের লাশ, হত্যার অভিযোগ তদন্তে পুলিশ
রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন
মানিকগঞ্জে গোসল করতে নেমে ২ শিশু নিহত
স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবি: শিবচরের চার যুবক নিখোঁজ, পরিবারে আহাজারি
রায়গঞ্জে সড়ক ধসে সৃষ্টি হয়েছে বড় গর্তের, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
মান্দায় ইউপি সদস্যের ক্ষমতায় সরকারি রাস্তার ২৮টি গাছ কর্তন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত