ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ৪:৩১

শাহিনুর রহমান সোনা : রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক বিল বাতিল, শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ এবং রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও বর্তমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা ভয়াবহ রূপ নিয়েছে। নেসকোর প্রিপেইড মিটারের অস্বাভাবিক ও ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধান করতে হবে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সহজ ও কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।
কোচিং সেন্টারগুলোর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে শিক্ষাব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করতে হবে এবং রোগীদের ভোগান্তি নিরসনে জরুরি পদক্ষেপ নিতে হবে।
বক্তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, অপরিকল্পিত উন্নয়ন, ফুটপাত দখল এবং বেআইনি পার্কিং শহরের চলাচল কঠিন করে তুলেছে। রাজশাহীতে চুরি-ছিনতাইও বৃদ্ধি পেয়েছে; তাই পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান বক্তারা।
তারা বলেন, নাগরিক স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার না পেলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক এ্যাড. এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন উদ্দিন, ভাসানী পরিষদ রাজশাহীর সভাপতি জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফ্লাওয়ার, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পেয়ারা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগররের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহী'র সভাপতি রবিউল ইসলাম, সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা আহবায়ক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।

Aminur / Aminur

কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

জুড়ীতে মরহুম আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে সেবার মান নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্য বিভাগের ডিজি

আউশপাড়ায় “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন

বাগান থেকে হাত-মুখ বাঁধা যুবকের লাশ, হত্যার অভিযোগ তদন্তে পুলিশ

রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন

মানিকগঞ্জে গোসল করতে নেমে ২ শিশু নিহত

স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবি: শিবচরের চার যুবক নিখোঁজ, পরিবারে আহাজারি

রায়গঞ্জে সড়ক ধসে সৃষ্টি হয়েছে বড় গর্তের, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

মান্দায় ইউপি সদস্যের ক্ষমতায় সরকারি রাস্তার ২৮টি গাছ কর্তন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরে আশ্রয়ন প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ