ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ৪:৩১

শাহিনুর রহমান সোনা : রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক বিল বাতিল, শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ এবং রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও বর্তমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা ভয়াবহ রূপ নিয়েছে। নেসকোর প্রিপেইড মিটারের অস্বাভাবিক ও ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধান করতে হবে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সহজ ও কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।
কোচিং সেন্টারগুলোর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে শিক্ষাব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করতে হবে এবং রোগীদের ভোগান্তি নিরসনে জরুরি পদক্ষেপ নিতে হবে।
বক্তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, অপরিকল্পিত উন্নয়ন, ফুটপাত দখল এবং বেআইনি পার্কিং শহরের চলাচল কঠিন করে তুলেছে। রাজশাহীতে চুরি-ছিনতাইও বৃদ্ধি পেয়েছে; তাই পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান বক্তারা।
তারা বলেন, নাগরিক স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার না পেলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক এ্যাড. এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন উদ্দিন, ভাসানী পরিষদ রাজশাহীর সভাপতি জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফ্লাওয়ার, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পেয়ারা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগররের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহী'র সভাপতি রবিউল ইসলাম, সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা আহবায়ক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।

Aminur / Aminur

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ