ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মাদক এবং জুয়ায় ডুবে যাচ্ছে মনপুরা নিস্তব্ধ প্রশাসন, অন্ধকারে জনজীবন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৫ দুপুর ১২:৫০

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। এই মনপুরায় যেখানে রাত নামলেই শুরু হয় ভিন্ন এক জগতের প্রস্তুতি। গ্রামের মোড়ে মোড়ে জড়ো হন কিছু মানুষ, তারপর ধীরে ধীরে খুলে যায় গোপন আসরের পর্দা। তাসের ঝনঝন মাদকের ধুয়া আর টাকার মোহে মাতোয়ারা হয়ে ওঠে পুরো এলাকা। যেন এক অদৃশ্য অন্ধকার শক্তি গ্রাস করে নিচ্ছে মনপুরার যুবসমাজ ও সাধারণ জনজীবন কে ।
মনপুরার স্থানীয় জনগণের অভিযোগ, এই মাদক ও জুয়ার নেশা এখন রীতিমতো মহামারিতে পরিণত হয়েছে। স্কুল-কলেজের তরুণরা গাঁজা খেয়ে রাজা হওয়ার আসায় টাকার লোভে জড়িয়ে পড়ছে জুয়া'র আসরে, আর উঠতি বয়সের ছেলেরা রাতভর হারাচ্ছে ভবিষ্যৎ। বহু পরিবারে চলছে কান্না, দাম্পত্য জীবনে দ্বন্দ্ব,ভাঙছে সুখের সংসার। চুরি, ছিনতাই, মারামারি সবই বাড়ছে এই অবৈধ মাদক ও জুয়ার হাত ধরে।
আর অবাক হওয়ার বিষয় সব দেখেও যেন নির্বিকার প্রশাসন। নেই কোনো অভিযান, নেই কোনো কঠোর ব্যবস্থা। ৩৭৩ বর্গকিলোমিটারের মনপুরার জনগনের ভাষায়“মনপুরায় জুয়ার রাজত্ব চলছে, কিন্তু প্রশাসন যেন চোখ বুজে আছে।”
রাতের অন্ধকারে গোপনে চলছে লাখ লাখ টাকার লেনদেন। কেউ অভিযোগ করতে গেলেই পাচ্ছেন গোপন হুমকি। ফলে ভয় আর আতঙ্কে মানুষ চুপ করে থাকতেই বাধ্য ।
উপজেলার ৩ নং উত্তর সাকিচিয়া ইউনিয়নের ক্ষুব্ধ এক স্থানীয় বাসিন্দা জানান, জুয়ার আসরের থেকে টাকা নেয় পুলিশ। একাধিকবার ৩ নং ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এবং ৮ নং ওয়ার্ড এর দুইটি পরিত্যক্ত ছাড়া বাড়ি থেকে পুলিশ কিছু লোক এবং ৭ টি মোটরসাইকেল আটক করে। পরে আটক কৃত লোক এবং মোটরসাইকেল টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ । তিনি আরও জানান, মনপুরাকে বাঁচাতে হলে আগে জুয়ার নেশা বন্ধ করতে হবে। না হলে পুরো একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
কান্নাজড়িত কণ্ঠে এক মা বলেন,আমার এক ছেলে তিন মেয়ে। আমার ছেলেটা আগে খুব শান্ত ছিল পড়াশোনা করত। এখন রাতভর বাইরে থাকে। টাকাপয়সা চুরি করে জুয়ার আসরে যায়। আমি কিছু বললে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি ভয় পাই কখন কী বিপদ হবে। তিনি আরও জানান,জুয়ার জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে। ঘরে খাবার নেই, কিন্তু ছেলের মাথায় শুধু জুয়ার নেশা। কতবার প্রশাসনকে জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নেয় না। আমার মতো কত মা-ই যে কানতেছে কেউ দেখার নেই।
একপর্যায়ে অসহায়ের মতো তিনি বলেন
জুয়া বন্ধ করেন নয়তো আমাদের ছেলেরা বাঁচবে না। মনপুরা ধ্বংস হয়ে যাবে।
এ ছাড়াও এলাকাবাসী জোর দাবি তুলেছেন,জুয়ার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বড় ধরনের অভিযান চালিয়ে মনপুরাকে এই অন্ধকার থেকে উদ্ধার করতে হবে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ (ভূইয়াঁ) বলেন,জুয়া মাদক এটা খুবই ঘৃণিত কাজ এবং এটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের জন্য আমাদের নিয়মিত অভিযান সবসময় থাকে । এটার জন্য আমাদের অভিযান পরিচালনা করা হবে। যেখানে থাকুক না কেন এটা নির্মূলের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এলাকা বাসির সহোযোগিতায় মনপুরা বাসিকে আমি একটি মাদক এবং জুয়া মুক্ত উপজেলা উপহার দেব। তিনি আরও বলেন, মাদক এবং জুয়ার গডফাদার বলতে কিছু নেই। অপরাধী যেই হোকনা কেন সেই আইনের আওতায় আসবে। যাকে আমরা অপরাধী পাবো তাকে আমরা আইনের আওতায় আনবো।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে  চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা

নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী

উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ

চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২

গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি

চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক

মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার