ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

টিকা নিতে এসে গলাধাক্কা খেলেন শতবর্ষী নারী


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ৪:৩

‘আমি বুড়ো মানুষ, দাঁড়িয়ে থাকতে পারি না। কয়েকবার আইডি কার্ড নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু দায়িত্বে থাকা এক লোক আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে বারান্দায় এসে বসে থাকি। কখন টিকা দিতে পারব তাও জানি না।’ কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ভুঞাপুর উপজলোর গোবিন্দাসী গ্রামের শতবর্ষী নারী চন্দ্রভানু বেগম। তিনি মঙ্গলবার উদ্বোধনের দিন বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় কেন্দ্র টিকা নিতে এসে চরম হয়রানির শিকার হয়ে এ ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, গণটিকা প্রদানের দ্বিতীয় দিন বুধবার বেলা ১১টায় উপজেলার রুহুলী উচ্চ বিদ্যালয় মাঠ সরেজমিন একই চিত্র দেখা যায়। টিকা কেন্দ্রগুলোতে কোনো ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই টিকা নিতে আসা নারী-পুরুষের মাঝে। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাদাগাদি ও এলোমেলো অবস্থায় দাঁড়িয়েছে টিকা নেয়ার জন্য। তবে সামাজিক দূরত্ব মানাতে টিকা প্রদানের কেন্দ্রগুলোতে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী, আনসার ও গ্রামপুলিশ সদস্যরা কোনো ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই।

রুহুলী কেন্দ্রে টিকা নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর গড়িয়ে গেলেও টিকা গ্রহণের সুযোগ পাইনি। অথচ সিরিয়াল ভেঙে স্বজনপ্রীতি করে নিজের লোকদের আগে টিকা দিয়ে দিচ্ছে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা। তবে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী বিষয়টি অস্বীকার করেন।

শিক্ষক শাহ আলম বলেন, স্বাস্থ্যবিধির বালাই নেই গণটিকার কেন্দ্রগুলোতে। এভাবে করোনার সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ গণটিকা সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। এদিকে, টিকা কেন্দ্রেও টিকা প্রদানে অনিয়মের অভিযোগও করেছেন অনেকেই।

টিকা কেন্দ্রে বিশৃঙ্খলার বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ জানান, এরকম ঘটনা আমাদের জানা নেই। আমি এবং ইউএনও মহোদয় মঙ্গলবার সকালে গোবিন্দাসী কেন্দ্রে পর্যবেক্ষণে গিয়েছিলাম, আমরা কোনো বিশৃঙ্খলা দেখতে পাইনি। তবে আসার পর কোনো ঘটনা ঘটতে পারে। সরকারি নির্দেশনা অনুযায়ী বয়স্ক ও প্রতিবন্ধীদের আগে সুযোগ দিতে হবে।

তিনি আরো জানান, উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রে গত মঙ্গলবার থেকে এ গণটিকা কার্যক্রম শুরু হয়। এতে ৯ হাজার টিকা দেয়ার কথা থাকলেও টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে যাওয়ায় ৯ হাজার ছাড়িয়েছে।

হয়রানির শিকার হওয়া শতবর্ষী চন্দ্রভানু বেগমের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে মানুষের মাঝে টিকা নেয়ার আগ্রহ অনেক বেড়েছে।

এমএসএম / জামান

পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়

সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার