ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সম্মেলনকে সামনে রেখে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঝিনাইদহ জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে জেলা শিল্পকলা একেডেমি মিলানায়তনে এই বর্ধিত সভার প্রথম অধিবেশন শুরু হয় এবং বিকেল ৪টায় শেষ হয়। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং সাংগঠনিক সমস্যা নিয়ে উন্মুক্ত বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশার সঞ্চালনায় বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়াদ্দার্র, সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌঁসুলি জিপি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ জেলা স্বোচ্ছাসেবক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের আব্দুল মতিন, আলাউদ্দিন, শাহরিয়ার রাসেল, খান জাহান আলী, ওহিদুজ্জামান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিও মজুমদার অপুসহ বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের ৬ উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন স্তরের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি বলেন, দীর্ঘদিন ধারাবাহিক রাজনীতির সাথে যারা জড়িত, পরিচ্ছন্ন রাজনৈতিক হিসেবে যারা নিবেদিত, এ ধরনের আদর্শবান, ত্যাগী ও যারা ঐতিহ্যগতভাবে জাতির পিতার আদর্শে বিশ্বাসী এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, তাদের মাঝ থেকে আগামী কাউন্সিলে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। প্রধান অতিথি আব্দুল হাই এমপি আরো বলেন, ৫৭ বছর আওয়ামী রাজনীতিতে আছি। একটি কথা সবার মনে রাখতে হবে-সমালোচনা করা সহজ কিন্ত শোনা সহজ নয়। সমালোচনা থাকবেই। যে কিছু করে তার সমালোচনা আছে,থাকবে,যে কিছুই করে না তার সমালোচনা নেই।যে যেই সংগঠনে আছে পরিশ্রম করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। তাহলেই সর্বপোরি জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। শেখ হাসিনা শক্তিশালী হলে আমরা সবাই শক্তিশালী থাকব।
বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, নেত্রী পরিশ্রমী ও সৎ রাজনীতি প্রবর্তনের জন্য যে ধারা শুরু করেছেন সেই ধারাবাহিকতার জন্য এমন নেতৃত্ব আসা উচিত, যারা সুন্দর রাজনীতির পরিচায়ক। জননেত্রীর আগামী বাংলাদেশ বিনির্মাণে যারা সরকারের সহযোগী হিসেবে কাজ করবে। যারা কর্মী ও দলের ক্রান্তিকালে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারাই স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে আসবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে সংগঠনের জায়গা দেয়া হবে না। কোনো বিতর্কিত ব্যক্তি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে স্থান পাবে না। করোনা মহামারিকালেও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। নির্মল রঞ্জন গুহ-আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বর্তমান স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক স্বেচ্ছাসেবক লীগে পরিণত হয়েছে।
বর্ধিত সভায় সাইদুল করিম মিন্টু বলেন, আমি স্বেচ্ছাসেবক লীগ দিয়ে জেলাকে সংগঠিত করার চেষ্টা করেছিলাম। ছাত্রলীগের পর স্বেচ্ছাসেবক লীগ, তার পরে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছি পূর্বে স্বেচ্ছাসেবক লীগ নিয়ে মাঠে ছিলাম বলেই।
বর্ধিত সভা শেষে মহেশপুর পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাওন আলী এবং সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন শাহিন আলম।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন সকল উপজেলা শাখাকে আগামী এক মাসের মধ্যে সম্মেলনের তারিখ নিতে বলেন। উপজেলা কমিটি সম্পন্ন হলেই জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন দেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান