শেরপুরে জনতার সংসদে এমপি প্রার্থীদের উন্নয়ন ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
শেরপুর জেলার তিনটি আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নিয়ে ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের খরমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), শেরপুরের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে অংশ গ্রহণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোঃ নুরুজ্জামান বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএএফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন। সংলাপে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ শেরপুরের মডারেটর মাসুদ হাসান বাদল। এনডিএফ শেরপুরের উপদেষ্টা এমদাদুল হক রিপনের সঞ্চালনায় সংলাপে সংসদ সদস্য প্রার্থীরা শেরপুরকে নিয়ে তাঁদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত এনডিএফ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেওয়া এমপি পদপ্রার্থীরা অভিন্ন ভাষায় বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে বলেন, ওই সময়ে দায়িত্ব পালনকারী জনপ্রতিনিধিদের হীনমন্যতার কারণে শেরপুর জেলার কোন উন্নয়ন হয়নি। তবে আসন্ন সংসদ নির্বাচনে তাঁরা বিজয়ী হলে শেরপুর জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলপথ স্থাপনসহ দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন, নাকুগাঁও স্থলবন্দরকে একটি কার্যকর বন্দর হিসেবে গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্প স্থাপন করা হবে।
সংলাপে এমএএফ ও এনডিএফ এর সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন।
বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই খুন
মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান
ঠাকুরগাঁওয়ে দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধ
দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জনকল্যাণমূলক সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর
ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিতঃ নাজমুল মোস্তফা আমিন
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ আটক-১
কাউনিয়ায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা মিঠু ও খোকা মিয়া হত্যা মামলার আসামি তোফাজ্জল আটক
শেরপুরে জনতার সংসদে এমপি প্রার্থীদের উন্নয়ন ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত
বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান