ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিতঃ নাজমুল মোস্তফা আমিন


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১২:২৩

গত ৫ আগস্ট  লোহাগাড়া থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যবহৃত এসব উন্নত অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে ভোট প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব অস্ত্র অতিদ্রুত উদ্ধার করতে হবে। গতকাল শনিবার সকালে লোহাগাড়ার একটি হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। এসময় তিনি আরো বলেন, ৫ আগস্টের পর সাতকানিয়ায় ডাবল মার্ডার হয়েছে। এছাড়া গত ১০ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে গুলি করে এক জনকে হত্যা করা হয়ছে । এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র।  অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মানুষকে শিকার হতে হচ্ছে নানা ধরনের অত্যাচার নির্যাতনের। যার ফলে সাধারণ ভোটাররা শঙ্কিত। তাই নির্বাচনকে সুষ্ঠু করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে। না হয় অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে বাধ্য করবে সন্ত্রাসীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল মোস্তফা আমিন বলেন, বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। ভোটাররা লাইন ধরে সুষ্ঠু ও নিরাপদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। আর ধানের শীষের বিজয় হলেই আগামীতে বিএনপি সরকার গঠন করবে। তাই ধানের শীষের বিজয় ঠেকাতে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাজমুল মোস্তফা আমিন।  মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের প্রধান নির্বাচনী এজেন্ট ও চট্টগ্রাম  দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন  চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির  সদস্য
সালাহ উদ্দিন চৌধুরী সোহেল এবং চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী মিডিয়া কো-অর্ডিনেটর ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু। এসম লোহাগাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন।

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই খুন

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান

ঠাকুরগাঁওয়ে দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মানববন্ধ

দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জনকল্যাণমূলক সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর

ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিতঃ নাজমুল মোস্তফা আমিন

চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

কাউনিয়ায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা মিঠু ও খোকা মিয়া হত্যা মামলার আসামি তোফাজ্জল আটক

শেরপুরে জনতার সংসদে এমপি প্রার্থীদের উন্নয়ন ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বিএডিসির বীজ গুদাম নির্মাণকাজ চলমান

হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী চায় হাজী ইয়াছিন