ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরে অপরাধীদের আতংক ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত: এসিল্যান্ড সানাউল মোর্শেদ


ইমদাদুল হক, ফরিদপুর উপজেলা photo ইমদাদুল হক, ফরিদপুর উপজেলা
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:৩৩

পাবনা জেলা শহর থেকে ৫৬ কিমি দূরের একটি ছোট্ট কিন্তু সমৃদ্ধ উপজেলা ফরিদপুর। এই উপজেলাটি বিভিন্ন উন্নয়ন থেকে অবহেলিত হলেও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে সমৃদ্ধ। বাথান সমৃদ্ধ এই জনপদের প্রতিটি বাড়িতে রয়েছে খামার, তাই এই অঞ্চলের দুধ, ঘি আর দুগ্ধজাত খাবারের খ্যাতি দেশজোড়া। চলনবিল সংলগ্ন এলাকা হওয়ায় এখানে রয়েছে অনেক জলমহাল, মাছে ভরপুর বিস্তৃত বিল। কিন্তু এই দূরবর্তী এলাকার খ্যাতির সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে এখানে গড়ে তুলেছিল অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানা, নকল দুধ, ভেজাল ঘি, চিজ তৈরির ফ্যাক্টরি, ভেজাল গুড়সহ বিভিন্ন অবৈধ কারখানা। এসব কারখানার অবৈধ চায়না দুয়ারী জাল, নকল দুধ, ভেজাল ঘি, গুড়, ছানাসহ বিভিন্ন ভেজাল পণ্য ছড়িয়ে ছিটিয়ে যেতো দেশজুড়ে এমনকি দেশের বাহিরে। এখানকার অবৈধ দখলদাররা অবৈধভাবে সরকারি খাস জমি, জলমহাল, বিল, নদী দখল করে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছিল।

কিন্তু এসব অপরাধীর জন্য হঠাৎ আতংক রূপে হাজির হয়েছেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. সানাউল মোর্শেদ। ২০২৪ সালের জুলাই মাসে এই উপজেলায় যোগদানের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আইনে ৯৬টি মোবাইল কোর্ট ও অসংখ্য অভিযানের মাধ্যমে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২১৮ জনকে বিভিন্ন অর্থদণ্ড করে মোট প্রায় ৩১,২২,০০০/- টাকা অর্থদণ্ড আদায় করেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট ও অভিযানের মাধ্যমে কয়েকজনকে জেল ও জরিমানাসহ ডেমরা, রতনপুর, সোনাহারা এলাকার অনেকগুলো অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানা থেকে আনুমানিক ৩.৫ থেকে ৪ কোটি টাকা মূল্যের কয়েক হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেন এবং কারখানার কার্যক্রম বন্ধ করে দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নকল দুধ, ভেজাল ঘি এবং নকল পণ্য উৎপাদনে জড়িয়ে কয়েকজনকে জেল ও জরিমানার পাশাপাশি কয়েকটি কারখানা সিলগালা করে দেন। মাদক আইন, ভূমি অপরাধ প্রতিকার আইনসহ বিভিন্ন আইনে এসব মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে তিনি এ অঞ্চলের অবৈধ কারবারিদের আতংক হয়ে উঠেছেন। স্থানীয় লোকজন জানান গত ৫০ বছরে এ অঞ্চলে এতো সুন্দরভাবে অপরাধীদের বিরুদ্ধে এতো অভিযান হয়নি।

এসিল্যান্ড হিসেবে যোগদানের পর তিনি পৌরসভার অকৃষি খাস জমি, বিভিন্ন খেলার মাঠের অবৈধ দখল, বিভিন্ন কৃষি খাস জমিসহ প্রায় ১৮ একরের ঊর্ধ্বে জমি অবৈধ দখল উচ্ছেদ করেন যার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। তার সাহসী পদক্ষেপে কয়েকটি খেলার মাঠ দখলমুক্ত হয়েছে, ফলে যুবসমাজ মাদকসহ বিভিন্ন অন্যায় থেকে দূরে সরে খেলামুখী হয়েছে। তিনি পৌরসভার ভিতরের একমাত্র খালটি অবৈধ দখল উচ্ছেদ করে খনন করে পানি প্রবাহের ব্যবস্থা করার ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতার নিরসন হয়েছে। তিনি পৌরসভার বনওয়ারিনগর বাজারে ফুটপাত ও তোহা বাজার দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। ফলে দীর্ঘদিনের যানজটসহ অচলাবস্থা দূর হয়েছে। এছাড়া হাট পেরিফেরির মাধ্যমে দীর্ঘ ২৫ বছরের বিশৃঙ্খলা দূর করে সরকারি খাস জায়গার ব্যবস্থাপনা এবং বকেয়া রাজস্ব ১৫ লক্ষ টাকা আদায় করতে সমর্থ হয়েছেন।

তার করিতকর্মা উদ্যোগের কারণে গত ১৫ মাসে ১২,০০০ (বারো) হাজারের অধিক নামজারি ও বিবিধ কেস হয়রানিমুক্তভাবে এবং দ্রুত সময়ে নিষ্পত্তি হয়েছে। তিনি প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়, ১৬,৩৩,০০০/- (ষোল লক্ষ তেত্রিশ হাজার) টাকা বকেয়া ভিপি লিজমানি আদায় করে ভূমি ব্যবস্থাপনাকে সহজ এবং জনবান্ধব করে তুলেছেন। কর্মনিষ্ঠ ও নির্ভীক এই কর্মকর্তা একদিকে যেমন অবৈধ দখলদার আর কারবারিদের আতংক, অন্যদিকে তিনি সাধারণ মানুষের কাছে এক ভরসার নাম। তিনি ভূমি সেবা, মোবাইল কোর্ট সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফরিদপুর পৌরসভা ও পুঙ্গলি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

পৌরসভার নাগরিকদের জন্য তিনি আধুনিক ডিজিটাল সেবা প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সড়কবাতি ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন, পার্ক নির্মাণ, খেলার মাঠ সংস্কার, আধুনিক টয়লেট, যানজট ব্যবস্থাপনা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পৌরসভাকে নতুনরূপে গড়ে তুলেছেন। পৌরসভার নাগরিকরা জানান জনাব সানাউল মোর্শেদ পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে যত উন্নয়ন করেছেন বিগত ৩০ বছরে এতো উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম তারা দেখেননি। প্রশাসক হিসেবে তিনি পৌরবাসীর কাছে হয়ে উঠেছেন এক আস্থার নাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সানাউল মোর্শেদ বলেন, "আমি চাই এই অবহেলিত ফরিদপুর উপজেলা সর্ব দিক দিয়ে এগিয়ে থাক। আমার এই ভূমি সেবা পেতে যেন সাধারণ মানুষ কোন প্রকার হয়রানির শিকার না হয় সেই দিকে আমার বিশেষ নজরদারি থাকবে। একইসাথে মোবাইল কোর্ট ও অভিযানের মাধ্যমে এই অঞ্চল থেকে সকল ধরনের অপরাধ প্রতিরোধ করা হবে। তবে এখানে শুধু আমার একার পক্ষে এমন অপরাধ রোধ করা সম্ভব নয়। এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাজের সকলের প্রচেষ্টায় এমন অপরাধ রোধ করা সম্ভব।"

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)