আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও আত্ন- অনুসন্ধান অনুষ্ঠান অনুষ্ঠিত
"প্রযুক্তি ও সমতায়, কল্যাণ সমতায় আস্থা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারি দিবসটি পালন করা সম্ভব হয়নি। শোক পরবর্তী কর্মসূচি হিসেবে আজ শনিবার (৩ জানুয়ারি) যথাযথ মর্যাদায় এটি উদযাপন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলো আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাজসেবাকে কেবল দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের সেবা নিশ্চিত করা। যোগ্য ব্যক্তিরাই যেন সরকারি এই সুযোগ-সুবিধা পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সিরাজ উদ্দিন ও আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সুষম বণ্টনের ওপর জোর দেন।
এমএসএম / এমএসএম
মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বড়লেখায় শীতার্তদের পাশে সহকারি কমিশনার নাঈমা নাদিয়া
ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট
ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
পেশা কৃষি ও ব্যবসা: আবু সাঈদ চাঁদের সম্পদ ৩২ লাখ ৫৫ হাজার টাকা
পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্নের দোকানে দুর্র্ধষ ডাকাতি
রামুতে ১,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
বেনাপোল বন্দরে অভিনব ফরম্যাটে চলছে শুল্কফাঁকি
ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন, ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল
সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা