ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আত্রাইয়ে কবিরাজের ঝাড়ফুঁকের সময় সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু: পলাতক কবিরাজ


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৪৯

নওগাঁর আত্রাই উপজেলায় কুসংস্কারের বশবর্তী হয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করতে গিয়ে প্রাণ হারালো জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবক। কথিত এক কবিরাজ ঝাড়ফুঁকের সময় জয়দেবের গলায় বিষধর সাপ পেঁচিয়ে দিলে সাপের কামড়েই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
​শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার তিলাবদূরী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত জয়দেব ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।

​স্বজনরা জানান, জন্মগত প্রতিবন্ধী জয়দেবকে সুস্থ করার প্রলোভন দেখায় মান্দা এলাকার জনৈক এক কবিরাজ। তার পরামর্শে গ্রামে ভিক্ষা করে চাল তুলে আয়োজন করা হয় 'বেহুলা-লক্ষিন্দরের গান'। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার রাত আড়াইটার দিকে কবিরাজ গান চলাকালীন জয়দেবের গলায় একটি বিষধর সাপ পেঁচিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সাপটি তাকে দংশন করে। এরপর কবিরাজ দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করেও ব্যর্থ হলে রাতেই জয়দেবের মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে কবিরাজ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

​নিহতের জ্যাঠা ফুরিন দেবনাথ বলেন, কবিরাজ আমাদের আশ্বাস দিয়েছিল গানের মাধ্যমে ঝাড়ফুঁক করলে জয়দেব সুস্থ হয়ে যাবে। কিন্তু তার গলায় সাপ পেঁচিয়ে দেওয়াই কাল হলো। নিহতের বাবা নিমাই দেবনাথ জানান, তিনি ওই কবিরাজের নাম-ঠিকানা বা ফোন নম্বর কিছুই জানেন না। তবে সাপের কামড়েই তার ছেলের মৃত্যু হয়েছে বলে তার ধারণা।

​আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ​তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম জানান, নিহতের শরীরে একটি কালো ক্ষত চিহ্ন পাওয়া গেছে, যা সাপের কামড়ের চিহ্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০