এসডিআই চট্টগ্রাম জোনের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিয়োজিত দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)-এর চট্টগ্রাম জোনের ষান্মাসিক সমন্বয় সভা ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ও ১০ জানুয়ারি দুই দিনব্যাপী চট্টগ্রামের পর্যটন নগরীর অভিজাত হোটেল সৈকত-এ এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর সিনিয়র পরিচালক (কার্যক্রম) মোঃ কামরুজ্জামান, সিনিয়র পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনীন হক,
উপ-পরিচালক পি এন্ড ডি শেখ সাকিব আহসান
ও সহকারী পরিচালক (আইটি) মুহিত তানজিম হক। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোঃ মিলন মিয়া।
সভায় এসডিআই চট্টগ্রাম জোনের আওতাভুক্ত বিভিন্ন উপজেলা ও ফিল্ড অফিসের প্রায় ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সভায় গত ছয় মাসের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা, অর্জন ও চ্যালেঞ্জ বিশ্লেষণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সামছুল হক বলেন,
“এসডিআই সবসময় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সততা ও আন্তরিকতাই আমাদের উন্নয়ন কার্যক্রমের মূল শক্তি। আপনারাই আমাদের প্রকৃত যোদ্ধা, যাদের মাধ্যমে পরিবর্তনের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।”
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই পরিকল্পনার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে কাজ করে এসডিআই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে মাঠ পর্যায়ের কাজের মানোন্নয়ন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, দলগত কাজের সমন্বয় এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও সমস্যার সমাধান সম্ভব হচ্ছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।
দুই দিনব্যাপী এই ষান্মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, লক্ষ্য অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়