পুরুষের পোশাকের বিধান
মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যসামগ্রী যেমন প্রয়োজন তেমন দেহ ঢাকার জন্য বস্ত্রও অতীব প্রয়োজন। আবার খাবারের ক্ষেত্রে যেভাবে হারাম-হালাল বিবেচনা করতে হয়, একইভাবে বস্ত্র পরিধানের ক্ষেত্রেও বৈধ-অবৈধ বিবেচনা করতে হয়। মানবজাতির পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধিনিষেধ রয়েছে। তবে এখানে কেবল টাখনুর নিচে কাপড় পরিধান বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ইসলামে পুরুষের জন্য টাখনু গিরার নিচে কাপড় পরিধান নিন্দনীয় কাজ। এ নির্দেশ শুধু পুরুষের জন্য, নারীর জন্য নয়। কেননা, পুরুষের জন্য শরিয়তসম্মতভাবে কোনো কারণ ছাড়া কোনো অবস্থাতেই টাখনু গিরার নিচে কাপড় পরিধান জায়েজ নয়। কিন্তু নারীরা টাখনুর নিচে পর্দা হিসেবে কাপড় পরিধান করতে পারবে। নারীর অঙ্গপ্রত্যঙ্গ পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজত করা নারীর ইমানি দায়িত্ব। এমনকি তা নারীর জন্য ইবাদতও।
কাপড় ঝুলিয়ে পড়া অহংকারের পরিচায়ক : অহংকার একটি ঘৃণিত কাজ ও কবিরা গুনাহ। অহংকার বা অহংকারীকে চেনার অনেক লক্ষণ রয়েছে। তার মধ্যে একটি হলো টাখনু গিরার নিচে কাপড় পরিধান করা। এর মাধ্যমে অহংকারীরা আমিত্ব প্রকাশ করে থাকে এবং নিজেকে সম্পদশালী হিসেবে পরিচয় দেয় কিন্তু এমন পরিচয় ইসলামে নিষিদ্ধ। তবে অসুস্থতার কারণে কোনো ব্যক্তি টাখনু গিরার নিচে কাপড় পরিধান করলে গুনাহ হবে না। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি অহংকারবশত টাখনু গিরার নিচে লুঙ্গি, পাজামা, প্যান্ট ঝোলায় আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না’ (বুখারি : ৫৮৪৭)। রাসুল আরও বলেন, ‘এক ব্যক্তি অহংকারবশত তার লুঙ্গি হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছিল। এমতাবস্থায় তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হলো। ফলে সে কেয়ামত পর্যন্ত জমিনের মধ্যে তলিয়ে যেতে থাকবে।’ (বুখারি : ৩৫২৫)
টাখনুর নিচে কাপড় পরা পাপ : অসংখ্য পুরুষ অহংকারবশত বা দেহ অবয়বের সৌন্দর্য রক্ষার খেয়ালে টাখনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে থাকে। কিন্তু এটি কোনো মুমিন বান্দার স্বভাব হতে পারে না। কারণ ইসলাম কখনোই টাখনুর নিচে কাপড় পরিধান সমর্থন করে না। ইসলামি শরিয়ত টাখনুর নিচে কাপড় পরিধানকে নরকীয় কাজ বা জাহান্নামের কাজ হিসেবে ঘোষণা করেছে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, লুঙ্গি বা পাজামার যে অংশ টাখনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। (বুখারি : ৫৮৪৬)
টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়া মাকরুহ : নামাজ একটি মহান ইবাদত। এটি পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য ফরজ, ওয়াজিব সুন্নত আমলের অনুসরণ করতে হবে এবং মাকরুহসংক্রান্ত কাজ পরিহার করতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে নামাজ আদায়কালে টাখনু গিরার নিচে কাপড় ঝোলানো মাকরুহ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি তার লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে নামাজ পড়লে রাসুল (সা.) তাকে নির্দেশ দিলেন, যাও, পুনরায় ওজু করো। লোকটি গিয়ে ওজু করে এলো। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল, সে ওজু অবস্থায় থাকা সত্ত্বেও আপনি কেন তাকে ওজু করার আদেশ দিলেন? তিনি বললেন, সে তার লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে নামাজ পড়ছিল। অথচ আল্লাহ তায়ালা ওই ব্যক্তির নামাজ কবুল করেন না, যে তার লুঙ্গি টাখনু গিরার নিচে ঝোলায়। (আবু দাউদ : ৪০৮৮)
আরমান / আরমান
পুরুষের পোশাকের বিধান
শাবান মাসে মুমিনের করণীয়
সালাম জান্নাতের অভিবাদন
ঐক্যবদ্ধ থাকার সুফল
পরকালের বিভীষিকাময় পথ ‘পুলসিরাত’
নবীজির মেরাজের সফর আমাদের শিক্ষা
সম্পদ খরচে হিসাব প্রয়োজন
ভ্রমণে সত্যের সন্ধান
পরশ্রীকাতরতা মানুষের যে ক্ষতি করে
অসুস্থতার বিনিময়ে পাপ থেকে মুক্তি
অব্যাহত আমলে সমৃদ্ধ জীবন
ধনীরা যে সত্যগুলো গোপন রাখতে চায়ঃ শায়খ মু. নুমান রিডার