ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

তজুমদ্দিনে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২১ বিকাল ৫:২৮

ভোলার তজুমদ্দিনে সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যালয় পরিচালনার জন্য পকেট কমিটি করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অতিগোপনে করা পকেট কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৯৪নং পশ্চিম আড়ালিয়া পাটওয়ারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস কাউকে কিছু না জানিয়ে অতিগোপনে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক নয়, তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে সভাপতি করেন। সভাপতি খগেন্দ্র চন্দ্র দাস পরিবার ভারতে থাকার সুবাদে বছরের বেশিরভাগ সময় ভারতে থাকেন। বর্তমানেও যিনি ভরতে অবস্থান করছেন বলে জানান প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খগেন্দ্র চন্দ্র দাসকে তার মেয়ের সন্তানের অভিভাবক দেখিয়ে কাউকে কিছু না জানিয়ে গোপনে সভাপতি করে উপজেলা শিক্ষা অফিসে বিদ্যালয় পরিচালনা কমিটি জমা দেন। গঠিত পকেট কমিটি জমা দেয়ার পর বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা অবৈধ কমিটি বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। 

জানতে চাইলে পশ্চিম আড়ালিয়া পাটওয়ারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি রুহুল আমিন রতন বলেন, প্রধান শিক্ষক শংকর মাস্টার অতিগোপনে তার চাচাকে সভাপতি করে একটি পকেট কমিটি করে শিক্ষা অফিসে জমা দেন। স্কুলটি আমাদের বাড়ির দরজায় হওয়া সত্ত্বেও কমিটি গঠনের বিষয়ে আমরা কিছুই জানি না। 

অভিযোগকারী অভিভাবক মো. ইউসুফ আলী বলেন, প্রধান শিক্ষক পকেট কমিটি গঠনের মাধ্যমে তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে অবৈধভাবে সভাপতি করেছেন। কিন্তু খগেন্দ্র চন্দ্র দাস তার পরিবার-পরিজন নিয়ে থাকেন ভারতে। বছরে দুবার তিনি বাংলাদেশে আসেন। এ ধরনের ব্যক্তিকে দিয়ে স্কুলের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তাই বিদ্যালয়ের স্বার্থে পকেট কমিটি ভেঙে নতুন কমিটি করার দাবি জানান তিনি। 

অভিযুক্ত প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ম মোতাবেক না হওয়ায় তাকে বাদ দেয়া হবে। বিদ্যালয়ে তার মেয়ের সন্তান পড়ে বলেও তিনি জানান। এছাড়াও নবগঠিত কমিটির সভাপতি খগেন্দ্র চন্দ্র দাস বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও জানান প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, কমিটি গঠনের অনিয়ম সম্পর্কে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। 

তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারেফ হোসেন দুলাল বলেন, অভিযোগের আলোকে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনাটি যাচাই-বাছাই করতে বলা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন