তজুমদ্দিনে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ

ভোলার তজুমদ্দিনে সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যালয় পরিচালনার জন্য পকেট কমিটি করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অতিগোপনে করা পকেট কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৯৪নং পশ্চিম আড়ালিয়া পাটওয়ারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস কাউকে কিছু না জানিয়ে অতিগোপনে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক নয়, তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে সভাপতি করেন। সভাপতি খগেন্দ্র চন্দ্র দাস পরিবার ভারতে থাকার সুবাদে বছরের বেশিরভাগ সময় ভারতে থাকেন। বর্তমানেও যিনি ভরতে অবস্থান করছেন বলে জানান প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খগেন্দ্র চন্দ্র দাসকে তার মেয়ের সন্তানের অভিভাবক দেখিয়ে কাউকে কিছু না জানিয়ে গোপনে সভাপতি করে উপজেলা শিক্ষা অফিসে বিদ্যালয় পরিচালনা কমিটি জমা দেন। গঠিত পকেট কমিটি জমা দেয়ার পর বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা অবৈধ কমিটি বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
জানতে চাইলে পশ্চিম আড়ালিয়া পাটওয়ারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি রুহুল আমিন রতন বলেন, প্রধান শিক্ষক শংকর মাস্টার অতিগোপনে তার চাচাকে সভাপতি করে একটি পকেট কমিটি করে শিক্ষা অফিসে জমা দেন। স্কুলটি আমাদের বাড়ির দরজায় হওয়া সত্ত্বেও কমিটি গঠনের বিষয়ে আমরা কিছুই জানি না।
অভিযোগকারী অভিভাবক মো. ইউসুফ আলী বলেন, প্রধান শিক্ষক পকেট কমিটি গঠনের মাধ্যমে তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে অবৈধভাবে সভাপতি করেছেন। কিন্তু খগেন্দ্র চন্দ্র দাস তার পরিবার-পরিজন নিয়ে থাকেন ভারতে। বছরে দুবার তিনি বাংলাদেশে আসেন। এ ধরনের ব্যক্তিকে দিয়ে স্কুলের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তাই বিদ্যালয়ের স্বার্থে পকেট কমিটি ভেঙে নতুন কমিটি করার দাবি জানান তিনি।
অভিযুক্ত প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ম মোতাবেক না হওয়ায় তাকে বাদ দেয়া হবে। বিদ্যালয়ে তার মেয়ের সন্তান পড়ে বলেও তিনি জানান। এছাড়াও নবগঠিত কমিটির সভাপতি খগেন্দ্র চন্দ্র দাস বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও জানান প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, কমিটি গঠনের অনিয়ম সম্পর্কে দুটি লিখিত অভিযোগ পেয়েছি।
তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারেফ হোসেন দুলাল বলেন, অভিযোগের আলোকে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনাটি যাচাই-বাছাই করতে বলা হয়েছে।
এমএসএম / জামান

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
