দূ’যুগ ধরে গোপন চিঠিতেই চলছে খাদ্যের ঠিকাদারী
ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সর্বশেষ পরিবহন ঠিকাদার নিয়োগ করেছেন ২০০১ সালে। ২০০৫ সালে খুলনা এবং সিলেট, রাজশাহী, রংপুর ও বরিশাল ২০১২ সালে। দীর্ঘ আট বছর পর ২০১৮ সালে চট্টগ্রামে নিয়োগকৃত ঠিকাদারদের চুক্তির মেয়াদও শেষ হয়েছে দুই বছর আগে। তবে দেশের ৭টি বিভাগীয় খাদ্যাঞ্চল ও ৫৪টি জেলার সরকারি খাদ্য পরিবহন ঠিকাদার নিয়োগে দীর্ঘ এই সময়ে কোনো উদ্যোগ নেয়নি খাদ্য অধিদপ্তর। যদিও দুই বছর পর পর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে উম্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের নিয়ম রয়েছে। তবে সংঘবদ্ধ সিন্ডিকেটের সাথে গোপন আঁতাত ও খাদ্য অধিদপ্তরে চিঠি চালাচালিতে দর এবং তিন মাস অন্তর পুরোনো ঠিকাদারদের চুক্তির মেয়াদ বাড়িয়ে দায়িত্ব শেষ করছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এসব খাদ্যাঞ্চল নিয়ন্ত্রনে নেয় একটি সিন্ডিকেট। এরপর ২০০৯ এর নির্বাচনে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের ব্যানারে রেখে “পরিবহন ও হ্যাণ্ডেলিং ঠিকাদার, বেসরকারিভাবে খাদ্যশস্য আমদানী, দেশের অভ্যন্তরে প্রান্তিক কৃষক ও মিলারদের কাছ থেকে ধান-চাল ক্রয় এবং সরকারের খাদ্যবান্ধব প্রকল্পের ডিও বেচাকেনা” নিয়ন্ত্রন করে আসছে এই সিণ্ডিকেটটি।
চট্টগ্রামের তরুন উদ্যোক্তা মো. ওয়াজেদ বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তরাই এখন পরিবহন ঠিকাদারীতে ব্যস্ত সময় পার করছেন। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা উপক্ষো করে তিন মাস অন্তর সময় বড়িয়ে কাজ করে যাচ্ছে সরকারের এই দপ্তরটি। যার কারণে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
ব্যবসায়ী রুম্মান সিকদার বলেন, দীর্ঘদিন পরিবহন ঠিকাদারীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি। অভিজ্ঞতাও আজ দীর্ঘ অর্ধ যুগের বেশি সময়ের। তবে খাদ্য বিভাগ অসাধু চক্রের সাথে মিলে নতুন ঠিকাদার নিয়োগ আটকে রাখায় তরুনরা অর্ন্তরভূক্তির সুযোগ পাচ্ছে না। একই অভিযোগ, রাঙামাটির ব্যবসায়ী মঈন উদ্দীন বাপ্পির।
খাদ্য বিভাগের তথ্যমতে, সরকারি ভাবে আমদানিকৃত খাদ্যশস্য ছাড়াও দেশের প্রান্তিক কৃষক ও চালকল মালিকদের কাছ খাদ্যশস্য ক্রয় করে সরকার। এসব দেশের ৭টি বিভাগীয় খাদ্যাঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ কেন্দ্রে (সিএডডি ও সাইলো) মজুদ করা হয়। পরে সরকারের বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প, বিধবা ভাতা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ সরকারের খাদ্যবান্ধব নানা কর্মসূচি, শরণার্থী সহায়তা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সরকারের বিভিন্ন সংস্থার হিসেবে ৪৮৬ উপজেলার ৬৩১ টি স্থানীয় খাদ্যগুদামে ((এলএসডি) পৌঁছাতে এসব ঠিকাদার নিয়োগ করা হয়। এ জন্য দূরত্ব এবং যোগাযোগব্যবস্থা বিবেচনা করে কিলোমটিার প্রতি পরিবহন ভাড়া পরিশোধ করে খাদ্য বিভাগ। এজন্য প্রতি অর্থ বছরে সরকারের কয়েকশ কোটি টাকা ব্যয় হয় বলে সংশ্লিষ্টরা জানান।
খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান বলেন, আমি যোগদানের কিছুদিন পর ২০২০-২০২১ অর্থ বছরে এখানে নতুন ঠিকাদার নিয়োগে উম্মুক্ত দরপত্র আহবান করেছি। তবে খুলনার রূপসা সিনিয়র সহকারী জজ আদালতে এক ব্যক্তি ঠুনকো একটি অযুহাতে মামলা দিলে এই নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে খাদ্য বিভাগকে কুক্ষিগত করে রেখেছে। সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ হোক ওই মহলটি চায় না।
মাহবুবুর রহমান সরকারি এই সংস্থার অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, খুলনায় পরিবহন ঠিকাদার নিয়োগকে কেন্দ্র করে আদালতে এই মুহুর্তে দুইটি মামলা চলমান। ঠিকাদাররা জোটবদ্ধ ও নিজেরা ফান্ড তৈরি করে মামলার পেছনে অর্থ খরচ করছে। কিন্তু সরকারি ভাবে খাদ্য অধিপ্তরের মামলা পরিচালনার জন্য কোনো বাজেট নেই।
করোনার কারণে ঠিকাদার নিয়োগ সম্ভব হয়নি বলে দায় এড়ালেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান।
ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাশ বলেন, আগে কি হয়েছে বলতে পারবো না, তবে আমি এখানে দেড় বছর আগে যোগ দিয়েই ঠিকাদার নিয়োগ কাজ শুরু করি। তবে দেশে করোনা মহামারি শুরু হওয়ার কারণে কেউইতো অফিস করতে পারিনি। এখন সব কিছু স্বাভাবিক হওয়ার পর আবার শুরু করেছি।
ঠিকাদার নিয়োগকে কেন্দ্র করে অনেক তিক্ততার কথাও জানালেন তপন কুমার দাশ। তিনি বলেন, এখানে ঠিকাদার নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিনের মামলার ঝট। রয়েছে অনেক সম্মানহানি ও হয়রানি। তাই কেউ চাকুরী করতে এসে এসব ঝামেলায় হাত দিয়ে নিজেরে সম্মানহানি হোক চান না। যার কারণে এসব এ এভাবেই ঝুলে আছে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান