ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন

নৌকা পেল নার্গিস বেগম


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ৪:১৮
অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আ'লীগের ডজন প্রার্থীকে টপকিয়ে নৌকায় পেলেন টাঙ্গাইল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোছা. নার্গিস বেগম। তিনি উপজেলা পরিষদের দু'বার মেয়াদে থাকা সাবেক চেয়ারম্যান মরহুম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এডভোকেটের সহধর্মিণী। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
 
এতে নার্গিস বেগমকে দলীয় মনোনয়ন বা নৌকা প্রতীক বরাদ্দ দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসময় আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে শুরু করে দুপুরে এক দফা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভা।
 
এরপর আলোচনা সভায় সীমিত পরিসরের এই সভায় উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ  ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, রশিদুল আলম ও আবদুস সোবহান গোলাপ।
 
এদিকে, গেল কয়েকদিন আগে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন সুপারিশ বোর্ডেও নার্গিস বেগমকে সমর্থন দেয় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অংশ নেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমূখ। 
 
এ সময় উপস্থিত ছিলেন- আরও মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের নেতা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নার্গিস বেগমকে দল মনোনয় দেওয়ায় নেতাকর্মী জানান- প্রয়াত মরহুম বীর মুক্তিযোদ্ধা ও দুই বারের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটের সহধর্মিণীকে নৌকার মনোনয়ন দেওয়ায় আমি সকলেই খুশি। জননেত্রী ও প্রধানমন্ত্রীর যাকে নৌকা দিবেন তাকে ও নৌকা বিজয়ী করার লক্ষে সবাই কাধে কাধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। এদিকে ইতিমধ্যে নৌকার বিজয়ের লক্ষ্যে পাড়া-মহল্লায় সরগম করে তুলছেন নেতাকর্মীরা।
 
আ'লীগের দলীয় মনোনয়ন পেয়ে নার্গিস বেগম জানান, আমার স্বামী উপজেলা পরিষদে দুই বার চেয়ারম্যান থাকা সময়ে মানুষের সেবামূলক কাজ ও সরকারের উন্নয়নমূলক কাজ করেছে। মানুষের খেদমত ও সরকারের উন্নয়নমূলক কাজ করার জন্য আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের নৌকা প্রতীক দিয়েছে দল। শতভাগ আশা করছি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপজেলাবাসীকে উপহার দিতে পারব। এ জন্য উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল স্তরের লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়

সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার