ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

আবারও নৌকার টিকিট পেলেন চেয়ারম্যান আব্দুল মতিন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৮-১০-২০২১ বিকাল ৫:৫২
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার ০৩ নং পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ এর  সভাপতি ও ইউপি চেয়ারম্যান 'আব্দুল মতিন' আবারো নৌকার টিকিট পেলেন আব্দুল মতিন।  অবহেলিত পাঁচন্দর ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ ন্যায় ও নিষ্ঠার মধ্য দিয়ে চলমান রাখায় নাগরিক সেবার মান বহুগুণ বেড়ে চলেছে।
ইতমধ্যে বর্তমান সরকার দলীয় স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর সার্বিক সহায়তা ও উপজেলা চেয়ারম্যান  লুৎফর হায়দার রশীদ ময়নার দিকনির্দেশনায়;ও স্থানীয় জনগণের সার্বিক সহায়তায়,উক্ত ইউপির বিভিন্ন এলাকায় অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কার্যক্রম সুসম্পন্ন হয়েছে এবং অনেক কাজ দ্রুত গতিয়ে এগিয়ে চলেছে। যার ফলে নাগরিকগণ দ্বীর্ঘদিন পর ইউপির মাধ্যমে তাদের কাঙ্খিত সেবা পেতে শুরু করেছেন।
 
এদিকে নতুন ইউপি ভবন তৈরী, হাট-বাজার উন্নয়ন, বিভিন্ন প্রত্যন্ত পল্লী এলাকায় সাবমার্শিবুল পাম্প স্থাপন, প্রটেকশান ওয়াল, কালভার্ট ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হওয়ায় এসব এলাকার নাগরিকদের মধ্যে চরম সন্তোষ ও উৎসবের আমেজ বিরাজ করছে।বিগত  ইউপি চেয়ারম্যানগণ তাদের সময়কালে যতটুকু উন্নয়ন করতে না পেরেছেন, আওয়ামী লীগ দলীয় আব্দুল মতিন ইউপি চেয়ারম্যান তার সময়ে সেই উন্নয়ন কাজ ছাড়িয়ে গেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
 
জানা গেছে: এই পাঁচন্দর ইউপিতে সরকার হতে প্রদপ্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুবিধাভোগী রয়েছে পর্যাপ্ত।বয়স্ক ভাতাভোগী সংখ্যা বৃদ্ধি, বিধবা/স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ফেয়ারপ্রাইজ, ইজিপি প্রকল্পে,মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি-ভিজিএফ, সাবমার্শিবুল পাম্প, গৃহহীন ও প্রতিবন্ধীদের কে গৃহ প্রদান, পুকুর পাড়ে পাকা ঘাট, ও ষ্ট্রিট ল্যাম্প। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
 
অন্যদিকে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মহৎ উদ্দ্যোগে এবং সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সহায়তায় মুণ্ডুমালা পৌরসভার অনুকূল হতে ইউনিয়নের মধ্যস্থলে নতুন ইউপি ভবন স্থাপন করেছেন এবং ইউপি ভূমী অফিস স্থাপনের জন্য জমি ক্রয়ের জন্য উদ্দ্যোগ গ্রহন করেছেন, যা ইতিপূর্বে কোন চেয়ারম্যানগণ উদ্দ্যোগ গ্রহন করেননি।
 
আরও জানা গেছে; ইউপি চেয়ারম্যান  ইউপির সর্বস্থরের নাগরিকদের সঙ্গে বিভিন্ন ভাবে মতবিনিময় ও তাদের সহযোগীতায় এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী গ্রহণ করে চলেছেন।
 
সূত্র জানায়,চেয়ারম্যান অত্যান্ত ন্যায় ও নিষ্ঠার মধ্য দিয়ে; টিআর-জিআর, কাবিটা-কাবিখা, কর্মসৃজন কর্মসূচী, এলজিএসপি ও ডাসকোর সহায়তায় এলাকায় হাজা-মজা পুকুর পুনঃখনন, বৃক্ষ রোপন, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সংস্কার, সাবমার্শিবুল পাম্প স্থাপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, টিফিনবক্স, বৈদ্যুতিক পাখা, খেলা-ধূলার সামগ্রী বিতরণ করেছেন।
 
এছাড়াও বিভিন্ন এলাকায় পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণ ও এইচবিবি রাস্তা নির্মাণ, ড্রেন-কালভ্রাট নির্মাণ, পাকা পুকুর ঘাট এবং নতুন মাটির রাস্তা নির্মাণ ও পাকা করণসহ দৃশ্যমান বহু উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করেছেন।
 
তাছাড়াও বিভিন্ন জিও-এনজিও থেকে সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে নানামূখী মহৎ উদ্দ্যোগ বাস্তবায়ন করে তাদেরকে কর্মমুখী করে তুলেছেন।
 
অপরদিকে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউপির সাধারণ মানুষ নূন্যতম খরচে আধূনিক ও উন্নত সেবা পাচ্ছেন।পাঁচন্দর ইউপির বিভিন্ন এলাকায় চেয়ারম্যানের সদিচ্ছায় রাস্তা আলোকরণ কাজ শুরু করেছেন; যা চলমান রয়েছে।ইউপির বিভিন্ন এলাকায় জনবহুল মোড়ে-মোড়ে দৃষ্টিনন্দন ষ্ট্রিষ্ট ল্যাম্প পোষ্ট (সৌরবিদ্যুৎ) স্থাপন করা হচ্ছে। এসব ল্যাম্প পোষ্ট স্থাপন সম্পন্ন হলে প্রত্যন্ত পল্লীর জনসাধারণগণ শহরের সুবিধা ভোগ করবেন।
এছাড়াও মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ইত্যাদি সামাজিক নিরাপত্তা কর্মসূচীর পরিধি প্রায় দ্বিগুন করা হয়েছে। এসব কর্মকাণ্ড সফল ভাবে সম্পন্ন করা হলে পাঁচন্দর ইউপিকে রোল মডেল ইউপিতে রুপান্তরিত করতে সহায়ক ভূমিকা পালন করা হবে বলে অভিমত ইউপিবাসীদের।
 
এ ব্যপারে উক্ত ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন বলেন; স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী ও তার প্রতিনীধি উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার সহযোগীতায় সরকারের চলমান অগ্রগতি ধরে রাখতে পাঁচন্দর ইউনিয়ন পরিষদকে আধূনিক ইউপিতে উন্নীত করা হবে "ইন্নশাআল্লাহ যা আওয়ামী লীগ সরকারের অবদান ও মহাকৃতিত্ব জনসম্মুখে প্রষ্ফুটিত হবে।
 
উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতিকের সঙ্গে সম্পৃক্ত থেকে, আগামীতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনার মনোনীত ও আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী এমপি এবং উপজেলা চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়নার সমর্থীত প্রার্থী হিসেবে তাকে আবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করার জন্য সকলকে প্রতি বিশেষ ভাবে আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা