কেশবপুরে বিয়ের স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে অবস্থান

যশোরের কেশবপুরে বিয়ের সাতমাস পরেও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে অবশেষে গত ৭ অক্টোবর সকাল থেকে স্ত্রীর অধিকার আদায়ে চায়না সরকার স্বামী ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছে। ছেলের বাড়িতে অবস্থান নেওয়ায় ঐ ইউপি সদস্য গা-ঢাকা দিয়েছে। এ ব্যপারে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ভিকটিমকে খলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সরাপপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ মল্লিকের ছেলে শ্যামল কুমার মল্লিক প্রায় ৭মাস আগে শ্রীরামপুর গ্রামের পচন সরকারের মেয়ে চায়না সরকারকে গোপনে বিয়ে করে। বিয়ের এতোদিন পেরিয়ে গেলেও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে অবশেষে ইউপি সদস্য শ্যামলের বাড়িতে অবস্থান নিয়েছে ভুক্তভোগী চায়না সরকার। এঘটনায় এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টির হয়েছে।
ভুক্তভোগী চায়না সরকার সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে তার বিয়ে হয় ভারতে, সেই স্বামীর ঘরের একটি ছেলে সন্তান রয়েছে। সেই স্বামী সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে শ্যামল তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। আমি বলতে গেলে সে বলে আমি তোমাকে বিয়ে করবো। কথামত সে আমাকে বিয়ে করে এবং স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমি তাকে ঘরে তুলতে বললে সে আমাকে আজ কাল করতে করতে বিলম্ব করছে। সব শেষে বলে নির্বাচনের পরে তোমাকে ঘরে তুলে নিবো। আমি গোপেনে জানতে পারি সে আমাকে ঘরে তুলবে না তাই আমি কোন উপায়ান্তু না পেয়ে অবশেষে তার বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়েছি। শ্যামলে বাড়িতে আসলে আমাকে তার বৌ মায়েসহ ৪/৫ জন বিদুম মারপিট করে। আমার শারীরের ভিতর বাশ,রড দিয়ে আঘাত করার করণে রক্তপাত হচ্ছে। আমি বাচপকিনা জানিনে।
এলাকাবাসি জানিয়েছেন, ইউপি সদস্য শ্যামল কুমার মল্লিক এর আগে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে ক্ষমতা এবং টাকার জোরে প্রতিবার পারপেয়ে যায়। তারা এসব ঘটনার সুষ্ঠবিচার দাবি করেন। শেষ খবর পাওয়া পর্যান্ত ভিকটিমকে খলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।
এবিষয়ে জানার জন্য ইউপি সদস্য শ্যামল কুমার মল্লিক বলেন, আমার বৌদী খুব অসুস্থ আমি আপনাকে এটুকু বলি আমি যেহেতু রাজনিতী করি সে কারণে আমার প্রতিপক্ষ বিভিন্নভাবে আমার বিরুদ্ধে এসব করে বেড়াচ্ছে। আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা।
কেশবপুর থানা অফিসার ইনচার্স মোহাম্মাদ বোরহান উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!
