সাভারে শিক্ষক পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল বিজয়ী
সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন' ২০২১ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক সহ চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান।
নোটিশ বোর্ডে সম্পাদক, যুগ্ন সম্পাদক (পুরুষ), যুগ্ন সম্পাদক (মহিলা), ও কোষাধক্ষ্যকে বিজয়ী ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
শিক্ষক পরিষদের নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ফজলুল হক, যুগ্ন সম্পাদক (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক.মো: মোস্তাফিজুর রহমান , যুগ্ন সম্পাদক (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোসাঃ মমতাজ আখতার,কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মনিরা ইয়াসমিন। পদাধিকার বলে এই কেবিনেটে সভাপতি হিসেবে থাকবেন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান।
সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক, যুগ্ম সম্পাদক (পুরুষ) যুগ্ন সম্পাদক (মহিলা) ও কোষাধক্ষ্য পদে নির্বাচনে একক প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
৩০ সেপ্টেম্বর সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের চারটি পদে তফসিল ঘোষণা করা হয়। একই দিনে খসরা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২ অক্টোবর খসড়া ভোটার তালিকা সংশোধনের আপত্তি গ্রহণের কথা বলা হয়। একই দিন বিকেলে ৭৪ সদস্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। ৩ অক্টোবর মনোনয়নপত্র বিক্রয় করা হয়। মনোনয়নপত্রটির মূল্য এক হাজার টাকা ধার্য করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ অক্টোবর চারটি পদে একক প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন। ৫ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী ১০ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ভোট গ্রহণের কথা ছিল।
কিন্তু নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। ফলে একক প্রার্থী হিসেবে সম্পাদক পদে মোঃ ফজলুল হক, যুগ্ন সম্পাদক (পুরুষ) পদে মো: মোস্তাফিজুর রহমান , যুগ্ন সম্পাদক (মহিলা) পদে মোসাঃ মমতাজ আখতার ও কোষাধ্যক্ষ পদে প্রভাষক মনিরা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
এ বিষয়ে জানতে চাইলে বিভেদ-বিভাজন ভুলে গিয়ে একটি বলিষ্ঠ পরিষদ এবং সমন্বিত প্রার্থী নির্বাচন করায় অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ দিল আফরোজ শামীম, সাধারণ শিক্ষক,শিক্ষার্থী,ছাত্রনেতা সহ অনেকে।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়া বিএনপির এমপি প্রার্থী- এম; আকবর আলী-র পাশে জুলাই ২৪ ছাত্র হত্যাকারী জাহিদ
লাকসামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
কুড়িগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা
কোনাবাড়িতে বসত বাড়ী ও ঝুট গোডাউন আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি
গজারিয়ায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
জুড়ীতে মরহুম আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে সেবার মান নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্য বিভাগের ডিজি
আউশপাড়ায় “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন
বাগান থেকে হাত-মুখ বাঁধা যুবকের লাশ, হত্যার অভিযোগ তদন্তে পুলিশ
রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন
মানিকগঞ্জে গোসল করতে নেমে ২ শিশু নিহত
Link Copied