পাটগ্রামে মুক্তিযোদ্ধাকে মারপিট : থানায় অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শনিবার (৫ জুন) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা সাবাতুল্লাহকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটিসহ পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (৬ জুন) পাটগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহ্বায়ক জাকির হোসেনসহ মুক্তিযোদ্ধারা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে দেখা করে মুক্তিযোদ্ধাকে মারপিটের উপযুক্ত বিচার দাবি করেন। তা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল শনিবার উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা কল্লাটারি গ্রামের নিজ বাড়ির কাজে মুক্তিযোদ্ধার নাতি রবিউল ইসলাম ট্রলিতে করে বালু আনতে থাকে। ওই দিন সকাল ১০টায় রাস্তা দিয়ে বালু পরিবহনে চাঁদা দাবি করে একই গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার মিনহাজ পারভেজ মিরাজ। এ নিয়ে মুক্তিযোদ্ধার নাতি ও ট্রলির চালকের সাথে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠক বসা হয়। বৈঠকে ডাঙ্গাপাড়া এলাকার মিরাজ, রশিদুল ইসলাম, পানবাড়ি জোড়া ব্রিজ এলাকার এফআই রানা, গুড়িয়াটারি এলাকার রাশেদসহ অজ্ঞাতনামা লোকজন মুক্তিযোদ্ধা ও তার নাতি এবং ট্রলির চালককে এলোপাতাড়ি মারপিট করে।
স্থানীয়রা মুক্তিযোদ্ধাসহ আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুয়া কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মারপিটের ঘটনা উল্লেখ করে রাতে পাটগ্রাম থানায় মুক্তিযোদ্ধা সাবাতুল্লাহ বাদী হয়ে একটি অভিযোগ দেন। একই ঘটনা উল্লেখ করে ট্রলির চালকের বাবা রশিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার নাতি আতাউর রহমান বাদী হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
মুক্তিযোদ্ধা সাবাতুল্লাহর দাবি, কথিত সাংবাদিক পরিচয়ে টাকা নিতে না পেয়ে মিরাজ তার লোকজন নিয়ে আমার বুকে মারাত্মক আঘাত করে এবং বাড়ির মহিলাদেরও বেধড়ক মারপিট করে।
মিনহাজ পারভেজ মিরাজের সাথে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনও বন্ধ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা কমিটি ও পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাফিউল ইসলাম প্রধান বলেন, মুক্তিযোদ্ধার গায়ে হাত দেয়টা অত্যন্ত নিন্দনীয় কাজ। তাদের অতিদ্রুত আইনের আওতায় আনা হোক।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় চারটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Link Copied