ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাউফলে দুর্গাপূজায় ভুতুড়ে মণ্ডপে বরাদ্দ; চাঁদা নেওয়ার অভিযোগ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৪:৩০

পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজায় ৬টি অস্তিত্বহীন দুর্গা পূজা মণ্ডপে বরাদ্দের তিন টন জিআর চাল ও প্রতি মন্ডপের বরাদ্দ থেকে ৭’শ টাকা চাঁদা তুলে নেয়ার অভিযোগ উঠেছে। গত দু’দিন ধরে পিআইও অফিসের বরাদ্দ তালিকায় থাকা ৭০টি পূজা মন্ডপের মধ্যে ভুতুড়ে ৬টি মন্ডপের নাম নজর এড়িয়ে চলছে পুলিশ ও আনসার-ভিডিপি’র টহল দল। এ ঘটনায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন কমিটির কয়েক নেতা জড়িত বলে জানা যায়। 
পিআইও অফিস সূত্রে জানা যায়, পূজা উদযাপন কমিটির দেয়া তালিকানুসারে উপজেলার মদনপুরা ২টি, কাছিপাড়া ৪টি, কালিশুরী ১২টি, ধূলিয়া ৫টি, কেশবপুর ২টি, কনকদিয়া ৬টি, বগা ১২টি, কালাইয়া ৪টি, দাসপাড়া ১টি, বাউফল ৯টি, আদবাড়িয়া ৬টি, নওমালা ইউনিয়নে ৪টি ও বাউফল পৌরসভায় ৩টিসহ ৭০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠানে আপ্যায়ন ব্যয় ৫’শ কেজি জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে। 
সরেজমিনে ঘুরে দেখা গেছে, তালিকার ৯ নম্বরে থাকা কাছিপাড়া ইউনিয়নের বাজারখোলা স্বর্গীয় নারায়ন চন্দ্র দাস স্মৃতি, ২৪ নম্বরে ধূলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া, ২৯ নম্বরে কনকদিয়া ইউনিয়নের রামনগর দাসের বাড়ী, ৩৪ নম্বরে একই ইউনিয়নের উত্তর কনকদিয়া পালপাড়া, ৩৭ নম্বরে বগা ইউনিয়নের রাজনগর সুবল মজুমদার বাড়ী, ৪৩ নাম্বারে থাকা একই ইউনিয়নের মধ্য সাবুপুরা সার্বজনীন দূর্গা মন্দিরসহ ৬টি মন্ডপে দুর্গা প্রতিমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী জানান, ৬৪টি মন্ডপে প্রতিমা প্রতিষ্ঠা করে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ২টি মন্দিরে বিশেষ কারণে ঘট পূজা অনুষ্ঠান করছে। সরকারি বরাদ্দের চাল অপ্যায়ন করার জন্য বরাদ্দ করা হয়। যেখানে প্রতিমা প্রতিষ্ঠা হয়নি, সেখানে আপ্যায়ন ব্যয় ছাড়করণ ঠিক নয়। পুজা উদযাপন কমিটি প্রতিটি বরাদ্দ থেকে ৭’শ টাকা চাঁদা তুলে রাখা ধর্মের নামে অধর্ম করা ছাড়া কিছুই নয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক কর্তৃক ৭’শ টাকা চাঁদা নেয়ার বিষয়ে একাধিক মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক নিশ্চিত করেছেন। এসব অভিযোগকারীরা পূজা পরবর্তী সম্পর্ক বিনষ্টের অজুহাতে নাম প্রকাশে করতে চাচ্ছেনা। 
অভিযোগের বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সনজিৎ কামার সাহা (সনু সাহা) বলেন, গত বছরের তালিকা অনুযায়ী ৭০টি পূজা মন্ডবের নাম থাকলেও এ পর্যন্ত ৪০টি মন্ডপের চাল ছাড় করেছে। আর খরচ বাবদ পিআইও অফিস ও ফুড অফিস ২শ,১শ করে টাকা নেয়। আমাদের কোন খরচ নাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, পূজা উদযাপন কমিটির দেয়া তালিকা ধরে বরাদ্দ দেয়া হয়েছে।
 

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত