আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর, খাদ্য ও শেড তৈরির উপকরণ বিতরণ
সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নের আওতায় জয়পুরহাটের আক্কেলপুরে বকনা বাছুর, বকনার খাদ্য ও শেড তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে ১১ জন সুবিধাভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যেককে একটি করে বকনা বাছু, ১২৫ কেজি ফিড (গোখাদ্য), শেড তৈরির উপকরণ হিসেবে ১৯০টি ইট, ৫টি ঢেউটিন এবং ৪টি খুঁটি বিতরণ করা হয়েছে।
এ মসয় উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়ালি-উল-ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহবুব হাসান চৌধুরী, প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তহুরা ইয়াসমিন প্রমুখ।
এমএসএম / জামান