মিষ্টি কুমড়ার বাম্পার ফলনেও দাম কম থাকায় ঠাকুরগাঁওয়ের চাষিদের মুখে হাসি নেই

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে এবার মিষ্টি কুমড়ার ফলন ভালো হলেও দাম কম থাকায় চাষিদের মুখে হাসি নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বিনামূল্যে বীজ ও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়ায় এবারের ফলন ভালো হয়। কিন্তু বাজারে মিষ্টি কুমড়ার দাম না থাকায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মিষ্টি কুমড়া ক্ষেত থেকে উঠিয়ে স্তূপ করে রেখেছেন চাষিরা। দাম কম হওয়ায় অনেকেই বিক্রি করতে না পেরে জমিতেই কুমড়া রেখে দিয়েছেন। এতে কুমড়াগুলো পঁচে যাচ্ছে। সদর উপজেলার নারগুন, ভুল্লি, বড় বালিয়া, ছোট বালিয়া, আউলিয়াপুর, পুরাতন ঠাকুরগাঁও, আখানগর, ঢোলারহাটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। জেলায় ব্ল্যাক সুইটি, মিতালি, ব্ল্যাক সিটি সেরা ও সোহাগীসহ নানা জাতের মিষ্টি কুমড়া আবাদ করা হয়েছে। এতে বীজ দিয়ে সহযোগিতা করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কম খরচে অধিক লাভ হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া এলাকার সফল চাষি হাবিব মো. আহসানুর রহমান পাপ্পু বলেন, গত বছর ভালো ভলন ও দাম পাওয়ায় এ বছর মিষ্টি কুমড়ার চাষ করেছিলাম। এ মৌসুমে ২৮ একর জমিতে কুমড়া লাগাই। কিছুদিন পূর্বে বাজারে প্রতি মণের দাম ৭০০ থেকে ৯০০ টাকা থাকলেও বর্তমানে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছি।
সদর উপজেলার নারগুন এলাকার কৃষক মোমিনুল ইসলাম বলেন, ৭ বিঘা (৩৫০ শতক) জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছিলাম। আশা করেছিলাম প্রতি বছরের ন্যায় এ বছরও ভালো দাম পাব। কিন্তু বাজারের বর্তমান দামের কথা বিবেচনা করে দুশ্চিন্তায় রয়েছি। খরচের টাকা উঠবে কি-না তা নিয়েই চিন্তায় পড়েছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, দুই ধরনের মিষ্টি কুমড়ার চাষ হয়েছে, এরমধ্যে খরিপ-১ ইতোমধ্যে বিক্রি শেষের দিকে। এ বছর জেলায় ১ হাজার ১০৫ হেক্টর জমিতে এ জাতের মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছিল। এছাড়াও রবি জাতের মিষ্টি কুমড়া বর্তমানে বিক্রি চলমান। জেলায় এ বছর ৯৫০ হেক্টর জমিতে এ জাতের মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। দাম কিছুটা কম থাকলেও সামনের দিনে দাম আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছিল। মাঠপর্যায়েরও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও বিভিন্ন সহায়তা দেয়া হয়েছিল।
এমএসএম / জামান

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু

বরগুনায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
Link Copied