শিক্ষক সংকটে ভোলা সরকারি কলেজে পাঠদান ব্যাহত

দ্বীপ জেলার ভোলার ঐতিহ্যবাহি বিদ্যাপিট ভোলা সরকারি কলেজে। ৮৯টি শিক্ষক পদের স্থলে রয়েছে মাত্র ৪৩ জন শিক্ষক। শিক্ষক সংকটের কারনে এ প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অভিভাবকরা চিন্তা পড়েছে।
সূত্রমতে জানাযায়, সমাজ সেবক আলতাজের রহমান তালুকদার, হাজী খোরশেদ আলম, ইলিয়াস আলী মাস্টার, মো. ছিদ্দিক ও মোসলেউদ্দিন সহ বেশ কয়েকজন শিক্ষানুরাগীর প্রচেষ্টায় ১৯৬২ সালে প্রায় ১৫ একর ৬০ শতাশ জমির ভোলা সরকারি কলেজ টি প্রতিষ্ঠা করেন। এ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন আ. হক মিয়া।
প্রতিষ্ঠার পর হতে কলেজটি ভোলা তথা দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার মধ্যে একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করে। কিন্তু বর্তমানে শিক্ষক সংকট, অবকাঠামোগত উন্নয়নসহ নানা
নানাবিধ সমস্যায় জর্জরিত এ কলেজটি। জেলার সেরা বিদ্যাপীঠ হলে ও শিক্ষক স্বল্পতার জন্য ভেঙে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থা।
কলেজ সূত্রে জানাযায়, ১৯৭৯ সালে ভোলা সরকারি কলেজটি সরকারিকরণ করা হয়। ১৯৯৬ সালে অনার্স কোর্স চালু হয়।
বতর্মানে ১৬টি বিষয়ে অনার্স, ১৪টি বিষয়ে মাস্টার্স ও ডিগ্রিসহ (পাস) উচ্চ মাধ্যমিক চালু রয়েছে। কলেজটিতে বিভিন্ন সেকশনে ৮৯ জন শিক্ষক থাকার কথা থাকলেও শিক্ষক আছেন মাত্র ৪৩ জন, উপাধ্যক্ষ পদটিও দীর্ঘ চার বছর যাবত শুণ্য রয়েছে। এছাড়া ৪৬ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এত কম শিক্ষক দিয়ে উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, ডিগ্রিসহ প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে পাঠদান চলছে।
আর এত শিক্ষার্থীকে পাঠদান করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। শিক্ষক সংকটের কারনে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। এদিকে কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর সৃষ্ট ২৪টি পদ থাকলে ও ১২ জন কর্মরত রয়েছে ।
২৪টি পদের মধ্যে প্রধান সহকারী, হিসাব রক্ষক, হিসাব সহকারী, ক্যাশিয়ার সহ ৬ টি পদই রয়েছে শূন্য।
অন্যদিকে কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি শিক্ষক সংকটের কারণে কয়েকবার মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেও শিক্ষকের চাহিদা পূরণ করতে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষেও ছাত্র হাসনাইন, বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সাগর রায়, ৩য় বর্ষের মেহেদী হাসান,আলী আকবর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরাফাত রহমান জিকু, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মাহবি সহ কয়েকজন শিক্ষার্থী জানান, দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেও বাড়ছে না শিক্ষক।
আমরা চিন্তায় রয়েছি। তারা আরোও বলেন, শিক্ষার্থীদের প্রাণ হলো শিক্ষক কিন্তু সেই প্রাণ আমাদের কলেজে নেই ।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলেন একমাত্র ভোলা সরকারি কলেজে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবো সে কারনে এখানে ভর্তি হয়েছি। কিন্তু ভর্তি হওয়ার পর অবাক হয়েছি। যে সু-নামের জন্য ভোলা সরকারি কলেজে লেখাপড়া করার জন্য এসেছি সে কলেজটির মধ্যে এমন করুন অবস্থা সেটা আগে বুঝতে পারেনি। তারা আরো বলেন, বরিশাল শিক্ষা বোর্ডে ভোলা সরকারি কলেজের যে সুনাম আছে সেটি ধরে রাখতে না পারলে কয়েক বছরের মধ্যে ঐতিহ্যবাহী কলেজটি শিক্ষার্থী শুন্য হয়ে পড়বে।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ এরশাদ বলেন, “অনার্স, মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের পর উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান সম্ভব হয়ে ওঠে না। তাই, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্লাস নিতে আমাদের হিমশিম খেতে হয়।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ক্লাসে সময় দেয়ার চেষ্টা করি কিন্তু কিন্তু একা মানুষ চেষ্টা থাকলেও সবাইকে সময় দেয়া সম্ভব হয়না। অনার্স থেকে মাস্টার্স এত শিক্ষার্থীদের ২ জন শিক্ষক পাঠদান কিভাবে সম্ভব বুজতেইতো পারছেন।
ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ উল্লাহ স্বপন বলেন বিষয়টি আসলে দুঃখজনক হলে সত্য, শিক্ষার্থীদের চাহিদামত ক্লাস আমরা নিতে পারছি না, তিনি বলেন আমার বিভাগে আমি একা থাকায় শিক্ষার্থীদের পাঠদান, দাপ্তরিক কাজ আমাকেই সব কিছু দেখতে হচ্ছে ।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া আমাদের সময় কে বলেন, দুর্ভাগ্যের বিষয় ৮৯ জন শিক্ষকদের মধ্যে মাত্র ৪৩ জন শিক্ষক নিয়েই চলতে হচ্ছে আমাদের ।
শিক্ষকদের পাঠদান ছাড়া ও দাপ্তরিক কিছু কাজ রয়েছে সেগুলো ও তারা করতে পারছেন না।
তিনি জানান শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে অবহিত রয়েছে তাদের কাছে শূন্যপদের তালিকা ও রয়েছে এবং জরুরি ভিত্তিতে শুন্য পদে শিক্ষক নিয়োগ দেয়ার জন্য মন্ত্রলায়ে আবেদন জানানো হয়েছে। তিনি বলেন শিক্ষক কম হলে ও উচ্চমাধ্যমিক শ্রেণির রুটিন মাফিক ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করি কিন্তু অনার্স মাস্টার্সে তা সম্ভব হয় না।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
