ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহে সকালের সময়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১:২০

বস্তু নিষ্ঠ সংবাদের অগ্রপথিক-‘সত্য সুন্দরের সন্ধানে’ ঝিনাইদহে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পরিবারের  প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে জোহান ড্রীম ভ্যালী পার্কে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।  প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব এম. আব্দুল হাকিম আহম্মেদ।প্রধান আলোচক হিসাবে প্রতিনিধি সভায় দিক নির্দেশনা দেন  দৈনিক সকালের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক  জনাব রবিউল ইসলাম ও আলোচক ও সঞ্চালনায় ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সহকারি সম্পাদক মো. ইউনুছ আলী।

দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক জনাব নূর হাকিম মহোদ্বয় এর নির্দেশনায় এবং নির্বাহী সম্পাদক মোঃ রবিউল ইসলামের উদ্যোগে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।  ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা ফেডারেল সাংবাদিকইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোটার শাহানারা খাতুন (শানু) ও আমন্ত্রীত অথিতি প্রফেসর হাবিবুর রহমান। প্রতিনিধি সভায় মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন,  ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার প্রতিনিধি যথাক্রমে হরিনাকুন্ডু  প্রতিনিধি মাহাবুব মোর্শেদ শাহিন ও মোঃ আশরাফুল আলম, শৈলকুপা প্রতিনিধি  রাকিবুজ্জামান জিহাদ ,কালিগন্জ প্রতিনিধি বাদশা ফরহাদ,মহেশপুর প্রতিনিধি সাংবাদিক হাসান আলী, কোটচাঁদপুর প্রতিনি বাবলু মিয়া সহ দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধিগন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি এম. আব্দুল হাকিম আহমেদ বলেন, আমি প্রধমেই ধন্যবাদ জানাই দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম ও পত্রিকার ঝিনাইদহ জেলাতে কর্মরত সকলকে যাদের কর্মদক্ষতায় সকালের সময় পত্রিকা ঝিনাইদহের সাধারন মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। সকালের সময় পত্রিকায় যেই ভাবে ঝিনাইদহ জেলার তথা দেশের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে তথ্য বহুল সংবাদ প্রচার করছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি।অসংখ্য কিংবদন্তি, ঐতিহাসিক ঘটনাবলি ও তথ্যাবলীতে সমৃদ্ধ। এই জনপদের সুদীর্ঘ গৌরবময় ইতহাসও অতিপ্রাচীন।  বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘাযতীন, গণিত শাস্থবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্য মন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।ঝিনাইদহ জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে কপোতাক্ষ নদী, নবগঙ্গা নদী, গড়াই নদী, কুমার নদ, ডাকুয়া নদী, বেতনা নদী, চিত্রা নদী, ভৈরব নদী ও বেগবতী নদীসহ দেশের বিভিন্ন নদী নিয়ে যে সকল ফিচার নিয়মিত প্রকাশিত হচেছ তা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদকসহ সকল কলাকৌসুলিদের সুস্থতা কামনা করছি এবং পত্রিকার সার্বিক সমৃদ্ধি ও শুভকামনা করছি। সেই সাথে এমন একটি প্ত্রিকায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রতিনিধি সভায়  দৈনিক সকালের সময় পত্রিকার বিভিন্ন মান উন্নয়নের দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় দৈনিক সকালের সময় পত্রিকায় ঝিনাইদহ জেলা-উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন সহ বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়নে সহায়তা করার পাশাপাশি এই পত্রিকার সার্বিক উন্নতি কামনা করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ