ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ১১:৪৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা বেংকান্দা বালিরবাড়ী এলাকার সুবোল দাসের মেয়ে সাবিত্রী রানী দাস (৩৪) কে যৌতুকের দাবিতে স্বামী সুবোল চন্দ্র দাস লোহার তৈরি দা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবিত্রী রানী বাদি হয়ে হাতীবান্ধা থানায় দু’টি অভিযোগ দিয়েছেন।গৃহবধু বর্তমানে ৪৩ দিন ধরে তাঁর বাবার বাড়ীতে আছেন।  
অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কিশামত ধওলাই গ্রামের সচিন চন্দ্র দাসের সাথে ১৬ বছর আগে বিয়ে হয় সাবিত্রীর। বিয়েতে ১ লাখ টাকা যৌতুক নেন সুবোল চন্দ্র দাস। সংসারকালীন দু’সন্তানের মা হন সাবিত্রী। বিয়ের ৪-৫ বছর পর থেকে আবারও যৌতুক দাবি করে বাবার/শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে বলে সুবোল চন্দ্র। এজন্য প্রায়ই মারধর করে। গত ১৫ সেপ্টেম্বর রাত ৯ টায় ৫০ হাজার টাকা বাবার/শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে বলে। সাবিত্রী টাকা আনতে না চাইলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। একপর্যায়ে দাঁত ভেঙে সাবিত্রীর মুখ দিয়ে রক্ত বের হতে থাকলেও ঘর থেকে লোহার তৈরি দা নিয়ে সাবিত্রীকে হত্যার চেষ্টা করতে থাকে। এসময় জীবন বাঁচাতে সাবিত্রী প্রতিবেশী নরেশ চন্দ্র দাসের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও দা নিয়ে হামলা করে সুবোল চন্দ্র। খবর পেয়ে পরদিন সাবিত্রীর বাবা-মা গিয়ে তাঁকে (সাবিত্রীকে) উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। রংপুরে চিকিৎসা নিয়ে বর্তমানে ৪৩ দিন ধরে বাবার বাড়িতে রয়েছে সাবিত্রী। এ ঘটনায় সাবিত্রী বাদি হয়ে হাতীবান্ধা থানায় ১৮ সেপ্টেম্বর আগে একটি ও গত ২১ অক্টোবর আরও একটি অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা হয়নি। 
সাবিত্রী রানী দাস বলেন, ‘স্বামী সুবোল চন্দ্র দাস যৌতুকের জন্য প্রায়ই অমানুসিক নির্যাতন, মারপিট করে। বাবার বাড়ি থেকে বহুবার টাকা নিয়ে দিয়েছি। সেদিন যেভাবে মারধর ও দা দিয়ে হত্যার চেষ্টা করছিল পালিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় না নিলে আমার ঠিকই মৃত্যু হত। শুধু সুবোল নয় তাঁর ভাই-বোনরাও আমার সাথে অন্যায়-অত্যাচার করে। আমি যৌতুক লোভী স্বামীর উপযুক্ত বিচার চাই।’ 
স্বামী সুবোল চন্দ্র দাস বলেন, ‘তাঁকে (সাবিত্রী রানী দাস) যৌতুকের জন্য মারিনি, হত্যার চেষ্টাও করিনি। সব মিথ্যা। পারিবারিক বিষয় নিয়ে দুইটা থাপ্পর দিয়েছি। এসময় আমার বড় বোন সুন্তি রানী দাস আমাকে আটক করে। টেবিলের উপর দা ছিল আমার স্ত্রী সেটি নিয়েছিল।’
সাবিত্রী রানী দাসের বাবা সুবোল দাস বলেন, ‘মেয়ের সুখের জন্য জমি বিক্রি করে ১ লাখ টাকা যৌতুক ও গহনা দিয়েছি। জামাই (সুবোল চন্দ্র দাস) প্রায়ই মেয়ের উপর অন্যায় অত্যাচার, মারধর করে। বহুবার বিচার-সালিশ করে বুঝিয়ে মেয়েকে জামাইয়ের বাড়িতে পাঠিয়ে দেই। এবার মেরে ফেলার চেষ্টা করেছে। এখন কি করব ভেবে পাচ্ছিনা।’   
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, ‘অভিযোগ তদন্তাধীন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি