ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অফিস না করার অভিযোগ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-১০-২০২১ রাত ৮:৪২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের দুই মাস অতিবাহিত হলেও একদিনের জন্য তিনি অফিস করেননি এমনি অভিযোগ উঠেছে শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানার বিরুদ্ধে।
 
অফিস না করার কারণে মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রমের মারাত্বক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। সামনে এসএসসি পরীক্ষা যার কারনে মহাবিপদে বোর্ডের প্রধান শিক্ষকরা। এদিকে অফিস না করায় ১৮ জন শিক্ষক নতুন শিক্ষা কর্মকর্তা চেয়ে আবেদন করেছেন মহাপরিচালকের কাছে।  এদিকে যোগদানকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রয়োজনিয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 
 
সাটুরিয়া মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর নায়ার সুলতানা নামে একজন কর্মকর্তা সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অফিসে আসেন না। এ কারনে উপজেলার আঠারো মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য আদান-প্রদান নিয়ে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক শিক্ষা বিষয়ক সকল কার্যক্রম বিশেষ করে করোনা কালীন সময়ে সকল সরকারি আদেশ নির্দেশ সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে করা যাচ্ছে না। ফলে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের সকল কাজ স্থবির হয়ে পড়েছে।
 
রোববার উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠেছে। দুই মাস আগে যোগদান করে অফিস ফাঁকি দেওয়ায় যোগদানকারী শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
 
ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া জানান, এই মাসে ১৮টি স্কুলের যাবতীয় কাজের জন্যে উপজেলার যোগদানকারী শিক্ষা কর্মকর্তাকে অফিসে না পেয়ে বাধ্য হয়ে তার ধামরাইয়ের বাসায় গিয়ে আমাদের স্বাক্ষর করিয়ে আনতে হয়েছে। এছাড়া জুনিয়র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তিনি বলেন যোগদানকারী শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের নিয়ে এ পর্যন্ত কোন সভা করেননি সেজন্য আমাদের অনেক সমস্য হচ্ছে।
 
এদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, প্রায় দুই মাস পূ্র্বে নায়ার সুলতানা নামের একজন শিক্ষা কর্মকর্তা যোগদান করেছিলেন। তিনি যোগদান করার পর থেকে একদিনও অফিস করেননি। এ বিষয়ে জেলার সমন্বয় সভায় রেজুলেশন হয়েছে। এমনকি উপজেলা মাসিক সমন্বয় সভার রেজুলেশন এ বিষয়টি আনা হয়েছে। তবে সে অসুস্থতার কারণেই নাকি অফিসে আসেন না বলে জানিয়েছেন।
 
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা বলেন, আমি অসুস্থ থাকার কারণে অফিস করতে পারছিনা। সুস্থ হলে অফিসে নিয়মিত উপস্থিত থেকে অফিসের যাবতীয় কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদন করতে পারবেন বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান