ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফাঁসির দাবিতে মানববন্ধন

কপোতাক্ষ থেকে আমিনুরের লাশ উদ্ধার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১২:০
খুলনার পাইকগাছায় কলেজছাত্র আমিনুরের লাশ তিন দিনের মাথায় নদীতে পাওয়া গেল। হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় বুধবার (১০ নভেম্বর) সকালে কপোতাক্ষ নদের আগড়ঘাটায় তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় শত শত মানুষ আমিনুরর লাশ পাওয়ার খবরে ভিড় করেন। 

খুলনার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে কলেজছাত্র আমিনুর রহমানকে (২০) অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) নিহতের পিতা সুরমান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হত্যাকারী ফয়সাল। অন্যদিকে, খুনি ফয়সালের ফাঁসির দাবিতে পরিবারের পাশাপাশি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সূত্রে জানা গেছে, আটক হত্যাকারী ফয়সালের স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে লাশ উদ্ধারে সোমবারের ন্যায় মঙ্গলবারও পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়।
 
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, নিহতের পিতা বাদী হয়ে ঘাতক ফয়সালকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘাতক নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
 
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর উপজেলার শ্যামনগর গ্রামের সুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আমিনুর রহমানকে (২০) মুক্তিপণের দাবিতে অপহরণ করে পার্শ্ববর্তী গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে ফয়সাল (২২)। এরপর তাকে অজ্ঞাত স্থানে রেখে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে ওই দিন রাত ১০টার দিকে তার পিতা সুরমান গাজীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ সময় মুক্তিপণের টাকা পাইকগাছা ব্রিজের নিচে রাখতে বলা হয়। এরপর অপহৃত আমিনুরের পিতা সুরমান গাজী তার কথামতো দাবির কিছু টাকা নির্দিষ্ট স্থানে রেখে দূর থেকে লোক দিয়ে নিরীক্ষণ করেন। পরে ফয়সালকে টাকা নিয়ে ফেরার সময় আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
 
ওসি জিয়াউর রহমান বলেন, ফয়সালের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করে। তাকে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে দাসহ তার লাশ কপোতাক্ষ নদীতে ফেলে দেয় বলে জানায়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল জানায়, তার প্রেমিকার মোটরসাইকেল কেনার আবদার রক্ষা করতে সে আমিনুরকে অপহরণ করে তার পিতার কাছে মুক্তিপণ দাবি করে। তবে মুক্তিপণ নেয়ার আগেই তাকে হত্যার ঘটনায় বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

এমএসএম / জামান

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

চট্টগ্রামে তৃণমূলে জনপ্রিয়তা বাড়ছে বিএনপির

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

রায়পুরে বেশি দামে সার বিক্রি করায় কোনঠাসা কৃষকরা

চন্দনাইশ উপজেলা ইয়ূথ ক্যাডেট ফোরাম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

এনসিপির নেত্রী শেলীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

নাসিরনগরে ১৪০ বস্তা খাদ্য বান্ধব চাউল উদ্ধার

কুতুবদিয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা

পঞ্চগড় জেলার গুণী শিক্ষক মিজানুর রহমান

নরসিংদীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ নারী উদ্যোক্তা শরিফা খাতুনের সাফল্যের গল্প

বাকেরগঞ্জে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এম খান ফিলিং স্টেশনকে জরিমানা