বাউফলেঅবাধসুষ্ঠু ভোটে নৌকার জয়জয়কার
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোটে নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন নওমালা ইউনিয়নে অ্যাড. কামাল হোসেন বিশ্বাস ও সূর্যমণি ইউনিয়নে আনোয়ার হোসেন বাচ্চু।
১১নভেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নওমালাতে ভোট গ্রহণ হয় ইভিএম পদ্ধতি ও সূর্যমণিতে ব্যালটে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, নওমালা ইউনিয়নে ১৬৭০১ ভোটের মধ্যে ১২১০২ ভোট কাস্ট হয়। যার মধ্যে নৌকার প্রার্থী কামাল বিশ্বাস ৬৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী (ঘোড়া) মো. শাহজাদা হাওলাদার পেয়েছেন ৫২৭০ভোট।
অপরদিকে সূর্যমণি ইউনিয়নে ১৮,৭৭২ ভোটের মধ্যে ১১,২৯৭ ভোট কাস্ট হয়। যার মধ্যে নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন বাচ্চু ৬৫৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতপাখা) মাও. এনামুল হক পেয়েছেন ২৯২৪ ভোট।
বিভিন্ন সূত্র মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উত্তাপ্ত ছিল নওমালা ইউনিয়ন। নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর (ঘোড়া) সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। প্রকাশ্য গুলি ও বোমা বিস্ফোরিত হয় নওমালাতে। দুই পক্ষে আহত অর্ধশত। গ্রেফতার হয় বিদ্রোহী প্রার্থীর একাধিক সর্মথক। তবে ভোট গ্রহণের দিন ভোটের মাঠ ছিল প্রশাসনের দখলে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে সাধারন ভোটারেরা ভোট প্রদান করে ইভিএমে। ভোটেরদিন ঘটেনি কোন রক্তক্ষয়ী ঘটনা। সুষ্ঠু ভোটে নৌকার প্রার্থী জয়ী হয়। নির্বাচনের ফলাফলে সন্তষ্ট প্রার্থীরা। ভোটাররাও নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।
উল্লেখ্য, নির্বাচনী পরবর্তী দিনগতকাল শুক্রবার নওমালা ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন বিশ্বাস নওমালা ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সর্বস্তরের জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন বলেন, “নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি”।
এমএসএম / এমএসএম
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র