ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় এসএসসি ও দাখিলে মোট পরীক্ষার্থী ১৯৮৪


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৩-১১-২০২১ রাত ৮:১৯

কক্সবাজারের কুতুবদিয়ায়  এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১ হাজার ৯৮৪ পরীক্ষার্থী। তার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৫৫৯ এবং দাখিল পরীক্ষার্থী ৪২৫ জন। উপজেলার মোট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা। 
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের (ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, কৈয়ারবিল আইডিয়াল, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৭৭।  ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৬৪০ জন।

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের (কবি জসিম উদ্দিন, আঃ আঃ ডেইল উচ্চ বিদ্যালয়, লেমশীখালী উচ্চ বিদ্যালয়) পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯ জন। ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৫ জন। 

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে দুটি বিদ্যালয়ের ( কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়) অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৩ জন।  ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৯৩ জন।

এছাড়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিচ্ছে উপজেলার ৯টি মাদ্রাসার ৪২৫ জন দাখিল পরীক্ষার্থী। এ কেন্দ্রে ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৩ জন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী বলেন, উপজেলায় সুষ্ঠুভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা সম্পন্ন করার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আংশিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করা পরীক্ষার্থীদের মধ্যে অনেকের গ্রুপ সাবজেক্ট না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মূল্যায়ন করা হবে তাদের। এসব পরীক্ষার্থীর বিষয়ে অটোপাস উল্লেখ না করার জন্য বলেন তিনি। 

কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের হল সুপার মুহাম্মদ ইউনুস জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এবারের পরীক্ষায় আসন বিন্যাস করা হয়েছে জেড (Z) আকৃতিতে এবং প্রতিটি বেঞ্চে বসবে একজন করে পরীক্ষার্থী।

এদিকে, শনিবার (১৩ নভেম্বর) সকালে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করার বিশেষ নির্দেশনা দিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরীসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এবারের পরীক্ষায় আসন বসানো হয়েছে জেড আকৃতিতে এবং প্রতিটি বেঞ্চে বসবে একজন করে পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে মাস্ক পরিধান করে কেন্দ্রে যেতে হবে।

এমএসএম / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার