কুতুবদিয়ায় এসএসসি ও দাখিলে মোট পরীক্ষার্থী ১৯৮৪
কক্সবাজারের কুতুবদিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১ হাজার ৯৮৪ পরীক্ষার্থী। তার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৫৫৯ এবং দাখিল পরীক্ষার্থী ৪২৫ জন। উপজেলার মোট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের (ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, কৈয়ারবিল আইডিয়াল, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৭৭। ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৬৪০ জন।
কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের (কবি জসিম উদ্দিন, আঃ আঃ ডেইল উচ্চ বিদ্যালয়, লেমশীখালী উচ্চ বিদ্যালয়) পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯ জন। ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৫ জন।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে দুটি বিদ্যালয়ের ( কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়) অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৩ জন। ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৫৯৩ জন।
এছাড়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিচ্ছে উপজেলার ৯টি মাদ্রাসার ৪২৫ জন দাখিল পরীক্ষার্থী। এ কেন্দ্রে ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী বলেন, উপজেলায় সুষ্ঠুভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা সম্পন্ন করার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আংশিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করা পরীক্ষার্থীদের মধ্যে অনেকের গ্রুপ সাবজেক্ট না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মূল্যায়ন করা হবে তাদের। এসব পরীক্ষার্থীর বিষয়ে অটোপাস উল্লেখ না করার জন্য বলেন তিনি।
কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের হল সুপার মুহাম্মদ ইউনুস জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এবারের পরীক্ষায় আসন বিন্যাস করা হয়েছে জেড (Z) আকৃতিতে এবং প্রতিটি বেঞ্চে বসবে একজন করে পরীক্ষার্থী।
এদিকে, শনিবার (১৩ নভেম্বর) সকালে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করার বিশেষ নির্দেশনা দিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরীসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এবারের পরীক্ষায় আসন বসানো হয়েছে জেড আকৃতিতে এবং প্রতিটি বেঞ্চে বসবে একজন করে পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে মাস্ক পরিধান করে কেন্দ্রে যেতে হবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী
বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান
সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী
তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা
খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু
তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা
দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত
বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র্যালী
শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'
মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন