ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

হাজীগঞ্জে সরকারি খাল ভরাট : প্রতিবাদে কৃষকদের মামলা


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:২৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে কালভার্টসহ সরকারি খাল ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে কৃষিজমি রক্ষার্থে ওই গ্রামের একাধিক কৃষক গণস্বাক্ষর করে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের চেঙ্গাতলী বাজারসংলগ্ন দেওদ্রোন গ্রামের মতলব-চৌমুহনী (বজরী খাল) খালের পাশে অবস্থিত প্রায় ২০০ একর কৃষিজমির মধ্যে দুই-আড়াইশ কৃষক পরিবার দীর্ঘদিন যাবৎ আলু, ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষ করে আসছে। কৃষকরা এসব ফসল চাষ করতে গিয়ে জমিতে পানি ব্যবহার এবং পানি নিষ্কাশনের জন্য খালটি ব্যবহার করতেন। কিন্তু গত কয়েক দিন পূর্বে পার্শ্ববর্তী গ্রামের শাহাজাহান হজি নামে এক ব্যক্তি চেঙ্গাতলী বাজারের পাশে থাকা কালভার্টসহ সরকারি ওই খালটি বালু দিয়ে ভরাট করে ফেলেন। এ কারণে কৃষকরা এবার ফসল আবাদ করতে না পেরে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ফসলি জমি রক্ষার দাবিতে ওই এলকার ভুক্তভোগী একাধিক কৃষক সাদা কাগজে গণস্বাক্ষর করে চাঁদপুর মোকাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

সরেজমিন দেখা গেছে, চেঙ্গাতলী বাজারসংলগ্ন দেওদ্রোন গ্রামে অবস্থিত মতলব-চৌমুহনী (বাজরী) খালটির পানি নিষ্কাশনের মূল কালভার্টের অভিমুখসহ বিশাল জায়গাজুড়ে বালু দিয়ে ভরাট করা হয়েছে। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য স’ মিলের মেশিন বসানোর কাজ চলছে। কিন্তু ভুক্তভোগী কৃষকদের ক্ষতির কথা চিন্তা না করেই প্রভাবশালী শাহজাহান হজি নিজের ইচ্ছামতো সরকারি খালটি ভরাট করে তার ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষি চাষ রক্ষায় আদালতে মামলার পাশাপাশি গত কয়েক দিন পূর্বে  ভুক্তভোগী একাধিক কৃষক ওই এলাকায় মানববন্ধন করেন।

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের দেওদ্রোন গ্রামের ভুক্তভোগী কৃষক, হানিফ বকাউল, বোরহান উদ্দিন, রাসেল হোসেন, মাসুম হোসেন, গিয়াস উদ্দিন, লেয়াকত আলী, মহসিন, ইসমাইল, হাবিবুর রহমান, জাহাঙ্গীরসহ একাধিক কৃষক জানান, আমরা দীর্ঘদিন ধরে মতলব চৌমহনী খালের পাশে থাকা কৃষিজমিতে আলু, ধান, ভুট্টা, গমসহ বিভিন্ন ফসল চাষ করে আসছি। এসব ফসল চাষ করতে গিয়ে আমরা আমাদের কৃষিজমিতে পানি উত্তোলন এবং পানি নিষ্কাশনের জন্য খালটি ব্যবহার করতাম। কিন্তু শাহজাহান হজি কালভার্টসহ সরকারি খালটি বালু দিয়ে ভরাট করার কারণে এলাকার সব কৃষক অনেক বিপাকে পড়েছি। শুধু কৃষি জমির জন্যই খালটি ব্যবহার করা হয়নি, এর পাশাপাশি আমাদের এলাকার আশপাশের কয়েকটি গ্রামের বৃষ্টির পানি এবং বন্যার পানি নিষ্কাশনের জন্য এটি আমাদের একমাত্র ভরসা ছিল। এ বছর আলুসহ বিভিন্ন ফসল জমিতে চাষ করার স্বপ্ন থাকলেও খালটি ভরাট করার কারণে আমরা এবার অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।

তারা জানান, এর পূর্বেও উল্লিখিত খালটির বিভিন্ন স্থানে ওই গ্রামের দুদু মিয়ার ছেলে জসিম বেপারী, মৃত আমিন উদ্দিন প্রধানীয়ার ছেলে জামাল প্রধানীয়াসহ আরো কয়েকজন মিলে খালটিতে বালু ফেলে ভরাট করেছেন। সর্বশেষ এখন শাহাজাহান হজি খালটির পানি নিষ্কাশনের মূল কালভার্টের মুখসহ বালু দিয়ে ভরাট করে স’ মিল দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের কৃষিজমি রক্ষার জন্য সরকারি খালটি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে খাল ভরাটকারী অভিযুক্ত শাহাজাহান হজির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার এখানে কোনো খাল নেই। আমার সবদিক বন্ধ, আমি কী করব এখন। আমার উত্তর-দক্ষিণ সব দিকেই অনেকে বিল্ডিং করেছেন। তাই কালভার্টের মুখসহ জমি ভরাট করা হয়েছে। তারপরও এখন যদি সবাই খালের জায়গা দেয় কিংবা সরকার চায় তাহলে আমিও তা দেব।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল জানান, এখানে পূর্বে একটি খাল ছিল। খালটি খননের জন্য সরকারি বরাদ্দও এসেছিল। কিন্তু গুটিকয়েক লোকের জন্য খালটি খনন করা সম্ভব হয়নি। ইউনিয়নের খালটি পুনরায় খনন হলে স্থানীয় কৃষকদের অনেক উপকার হবে। আমিও জনস্বার্থে চাই খালটি পুনরুদ্ধার হোক।

এমএসএম / জামান

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন