খুলনার কপিলমুনিতে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
খুলনার পাইকগাছার কপিলমুনির সলুয়ায় ডোবা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় দাবি করেছে তার স্বজনরা। দাবি অনুযায়ী তার নাম ইব্রাহিম মোড়ল, বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে। তার এনআইডি নং-২৮৫২৪৪৯৩৩৪। তিনি ওই এলাকার কাচের আলী মোড়লের ছেলে। গত ৪ নভেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে যশোরে একটি ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হন তিনি।
তার বড় ভাই দাবি করে ইসমাইল হোসেন জানান, তিনি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থাকেন। গত ৯ নভেম্বর ভিটাবাড়ির জায়গাজমি সংক্রান্তে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১১৮১/১৮ (তালা) মামলায় ধার্য দিনের কথা জানান দিতে তিনি ইব্রাহীমকে ৪ নভেম্বর থেকে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিচ্ছিলেন। তবে তার ফোনটি বন্ধ পাওয়ায় বাড়িতে ফোন দিয়ে জানতে পারেন তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যশোরে গেছেন। এরপর ৯ নভেম্বর সাতক্ষীরা আদালত থেকে বাড়ি ফেরার পথে জনৈকা মহিলা তাকে তাদের এলাকায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধারের কথা জানান। লাশের বিবরণ ও পরিধেয় কাপড়ের বিবরণ শুনে তিনি ওই দিনই কপিলমুনি পুলিশ ফাঁড়িতে তার ভাইয়ের একটি ছবিসহ হাজির হন। এরপর ফাঁড়ি থেকে উদ্ধারকৃত লাশের ছবি দেখে তার ভাইয়ের লাশ বলে শনাক্ত করেন।
তবে পুলিশের পক্ষে হত্যার ক্লু উদ্ঘাটনের সুবিধার্থে বিষয়টি কাউকে না জানাতে অনুরোধ করা হয়। তবে ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশি অগ্রগতির কোনো আশাব্যাঞ্জক সাড়া না পাওয়ায় বিচলিত হয়ে পড়েন তারা। একপর্যায়ে ইসমাইল গত মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান লাল্টুকে সাথে নিয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। এ সময় তারা নিহত ইব্রাহিমের হত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় নেয়ার পাশাপাশি তার লাশটি ফেরত চান।
এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীমের কাছে জানতে চাইলে তিনি লাশের পরিচয় নিশ্চিত করে বলেন, হত্যার ক্লুসহ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে লাশের পরিচয় জানাতে বিলম্ব হচ্ছে।
এ ব্যাপারে খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, ইসমাইলকে সাথে নিয়ে বিষয়টির বিস্তারিত জানতে মঙ্গলবার দুপুরে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীমের সাথে কথা বললে তিনি তাদের ঘটনার মোটিভ উদ্ধারে বিলম্ব হচ্ছে বলে কয়েক দিন ধৈর্য ধরতে বলেন। পুলিশের ভূমিকা সন্তোষজনক বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, স্বজনদের মাধ্যমে লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। তবে হত্যার মোটিভ বা ক্লু উদ্ঘাটনে কিছুটা সময় নিচ্ছেন। বিশেষ করে নিবিঢ় তদন্তের স্বার্থে এখনই বিষয়টির জানান দিচ্ছেন না।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর বেলা ১১টার দিকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার কপিলমুনির সলুয়া এলাকার একটি মাঠের মধ্যে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেত পরিচর্যায় ক্ষেত মালিক আছাদুল ইসলাম সেখানে গিয়ে ভাসমান লাশটি দেখে প্রথমে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ও পরে থানা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে থানা ফুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উদ্ধারের সময় ভাসমান উলঙ্গ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় উলঙ্গ লাশের গায়ে কালো রংয়ের মোটা কাপড়ের গেঞ্জি ও ভেতরে লাল রংয়ের গেঞ্জি ছিল। এ সময় পুলিশ লাশের অনতিদূরে ক্ষেতের মধ্য থেকে ১টি জুতা, বিস্কুট, চানাচুর, পকেট টিস্যু, শ্যাম্পুর খালি প্যাকেট উদ্ধার করে।
সর্বশেষ গতকাল বুধবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে নিহতের ভাই ইসমাইল মোবাইলে জানান, ভাইয়ের লাশ দাবির পরিপ্রেক্ষিতে থানা পুলিশ তাকে আদালতের আশ্রয় নিতে বলেছেন।
ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে পরিকল্পিতভাবে বাইরে থেকে সেখানে নিয়ে হত্যা শেষে লাশ ওই ডোবায় ফেলে রেখে গিয়ে থাকতে পারে।
জামান / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান