কোটালীপাড়ায় ট্রাস্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইনচার্জকে হত্যাচেষ্টার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইনচার্জ নাজমিন খানমকে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লোহারংক গ্রামে। নাজমিন খানম উপজেলার লোহারংক গ্রামের বীর মুক্তিযােদ্ধা ফজলুল হক শেখের ছোট মেয়ে। তিনি দীর্ঘদিন যাবৎ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কর্মরত।
অভিযোগ ও সরজমিন সূত্রে জানা যায়, গতকাল রোববার (২১ নভেম্বর) জায়গা-জমি ও পূর্বশত্রুতার জের ধরে উপজেলার বংকুরা গ্রামের মৃত কাবুল শেখের ছেলে বাবুল শেখ (৪৮), বাবুল শেখের স্ত্রী আসমা বেগম (৪২), দুই ছেলে ফয়সাল শেখ ( ২২) ও হৃদয় শেখসহ (১৯) আরো অজ্ঞাত ২-৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইনচার্জ নাজমিন খানম (২৫), হাজেরা খানম (৮), পিতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ (৭০) ও মাতা কোহিনূর বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ইনচার্জ নাজমিন খানমের কাছে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নগদ ২ লোখ ৮০ হাজার টাকা ও গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এতে নাজমিন খানম গুরুত্ব আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাবুল শেখ তার লোকজন নিয়ে আমাকে আটকে রেখে আমার পরিবারের ওপর হামলা ও মারপিট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এতে আমার ছোট মেয়ে নাজমিন গুরুত্ব আহত হয়।
বিবাদী বাবুল শেখের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি শুনেছি আমার স্ত্রী ও দুই ছেলের সাথে মারামারির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আহত নাজমিন খানম বাদী হয়ে কোটালীপাড়া থানায় চারজনসহ অজ্ঞাত ২-৩ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। শুনেছি ইন্স্যুরেন্স কোম্পানির টাকা নিয়ে লেনদেন রয়েছে।
এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত
