ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

খুলনায় কয়লাঘাট অঞ্চলের দরিদ্র শিশুদের ঝরে পড়া রোধে সিইউসি সংগঠনের পাঠদান কর্মসূচি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১১:৩৬

করোনাপরবর্তী সময়ে আর্থিক সংকটের কারণে সমাজে নিম্নবিত্ত পরিবারের অনেক শিশু প্রাথমিক শিক্ষার স্তরের পর থেকে ঝরে পড়ছে। বিশেষ করে করোনাকালীন সময়ের পর আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র পরিবারের শিশুর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ‍এর মূল কারণ এই শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিত্তবানদের মতো বাসায় হোম টিউটর/কোচিংয়ে ক্লাস করতে পারে না, যে কারণে শিক্ষা গ্রহণে অনেক ঘাটতি থেকে যাওয়ায় মনোবল হারিয়ে ফেলে।। এই ছবিতে যেসব শিশুকে উপস্থিত দেখা যাচ্ছে, তারা প্রাথমিক পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু এসব শিশুর পরিবারের সামর্থ্য নেই ন্যূনতম টাকা ব্যয় করে কোচিং/হোম টিউটরের কাছে পড়াবে। এসব শিশুর বাসা খুলনার কয়লাঘাট অঞ্চলের মধ্যে।

কিন্তু এই সমস্যা নিরসনের উদ্দেশ্যে মাঠে মাদুর বিছিয়ে অতিরিক্ত পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিইউসি খুলনা (COME FOR UNPRIVILIZED CHILD) নামে ‍একটি সংগঠন। এখানে স্বেচ্ছায় পাঠদান করাচ্ছে বিভিন্ন কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবী কিছু মানুষ, যাদের ক্ষুদ্র প্রয়াসে এগিয়ে চলছে আমাদের মুখে পাঠিত ‘শিক্ষাই জাতীর মেরুদণ্ড’ কথাটির মূল ভিত্তি গঠনের স্বপ্ন। বর্তমানে এ স্কুলের মোট শিক্ষার্থী ৫৫ জন।

বিভিন্ন তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলের অসচ্ছল পরিবারের এবং শহরে বসবাসরত অসচ্ছল পরিবারের সন্তানরা করোনার সময়ে শ্রেণির পাঠদান গ্রহণ করতে পারেনি। একপর্যায়ে তারা সরে যাচ্ছে লেখাপড়ার এই প্রাথমিক স্তর থেকে। এদের মধ্যে অনেকের বয়স ৪ থেকে ১০ বছর। অনেক বড় পরিসরে না পারলেও ক্ষুদ্র প্রয়াসে খুলনার কয়লাঘাট অঞ্চলের এসব দারিদ্র পরিবারের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিচ্ছে খুলনার এই সংগঠন। পাশাপাশি খাতা-কলমসহ প্রয়োজনীয় উপকরণও দিচ্ছে সংগঠনটি।

কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা একটি সামাজিক সংগঠন। ‘চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে‘ এই স্লোগানকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে দরিদ্র মানুষের জন্য সহযোগিতা এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় সহযোগিতা ও মানোন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির নেই কোনো অফিস, নেই কোনো অফুরন্ত টাকা। কিন্তু সমাজের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় দরিদ্র শিশুরা শিক্ষার ঘাটতি মিটিয়ে উঠতে পারেনি। খুলনার কয়লাঘাট অঞ্চলের এসব পরিবারের সন্তানদের শিক্ষার ঘাটতি মিটিয়ে চলেছে সংগঠনটি।

এমএসএম / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার