খুলনায় কয়লাঘাট অঞ্চলের দরিদ্র শিশুদের ঝরে পড়া রোধে সিইউসি সংগঠনের পাঠদান কর্মসূচি
করোনাপরবর্তী সময়ে আর্থিক সংকটের কারণে সমাজে নিম্নবিত্ত পরিবারের অনেক শিশু প্রাথমিক শিক্ষার স্তরের পর থেকে ঝরে পড়ছে। বিশেষ করে করোনাকালীন সময়ের পর আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র পরিবারের শিশুর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এর মূল কারণ এই শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিত্তবানদের মতো বাসায় হোম টিউটর/কোচিংয়ে ক্লাস করতে পারে না, যে কারণে শিক্ষা গ্রহণে অনেক ঘাটতি থেকে যাওয়ায় মনোবল হারিয়ে ফেলে।। এই ছবিতে যেসব শিশুকে উপস্থিত দেখা যাচ্ছে, তারা প্রাথমিক পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু এসব শিশুর পরিবারের সামর্থ্য নেই ন্যূনতম টাকা ব্যয় করে কোচিং/হোম টিউটরের কাছে পড়াবে। এসব শিশুর বাসা খুলনার কয়লাঘাট অঞ্চলের মধ্যে।
কিন্তু এই সমস্যা নিরসনের উদ্দেশ্যে মাঠে মাদুর বিছিয়ে অতিরিক্ত পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিইউসি খুলনা (COME FOR UNPRIVILIZED CHILD) নামে একটি সংগঠন। এখানে স্বেচ্ছায় পাঠদান করাচ্ছে বিভিন্ন কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবী কিছু মানুষ, যাদের ক্ষুদ্র প্রয়াসে এগিয়ে চলছে আমাদের মুখে পাঠিত ‘শিক্ষাই জাতীর মেরুদণ্ড’ কথাটির মূল ভিত্তি গঠনের স্বপ্ন। বর্তমানে এ স্কুলের মোট শিক্ষার্থী ৫৫ জন।
বিভিন্ন তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলের অসচ্ছল পরিবারের এবং শহরে বসবাসরত অসচ্ছল পরিবারের সন্তানরা করোনার সময়ে শ্রেণির পাঠদান গ্রহণ করতে পারেনি। একপর্যায়ে তারা সরে যাচ্ছে লেখাপড়ার এই প্রাথমিক স্তর থেকে। এদের মধ্যে অনেকের বয়স ৪ থেকে ১০ বছর। অনেক বড় পরিসরে না পারলেও ক্ষুদ্র প্রয়াসে খুলনার কয়লাঘাট অঞ্চলের এসব দারিদ্র পরিবারের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিচ্ছে খুলনার এই সংগঠন। পাশাপাশি খাতা-কলমসহ প্রয়োজনীয় উপকরণও দিচ্ছে সংগঠনটি।
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা একটি সামাজিক সংগঠন। ‘চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে‘ এই স্লোগানকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে দরিদ্র মানুষের জন্য সহযোগিতা এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় সহযোগিতা ও মানোন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির নেই কোনো অফিস, নেই কোনো অফুরন্ত টাকা। কিন্তু সমাজের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় দরিদ্র শিশুরা শিক্ষার ঘাটতি মিটিয়ে উঠতে পারেনি। খুলনার কয়লাঘাট অঞ্চলের এসব পরিবারের সন্তানদের শিক্ষার ঘাটতি মিটিয়ে চলেছে সংগঠনটি।
এমএসএম / জামান
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ
সারাদেশের অবকাঠামো উন্নয়নে এলজিইডি অগ্রগণ্য ভূমিকা রাখছেঃ প্রধান প্রকৌশলী জাবেদ করিম
শিক্ষকদের আন্দোলন, দেড় ঘণ্টা দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা
সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৬ আসামী গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী
মনপুরা উপজেলার গাছ গুলো যেন প্রচার খুটি নেই প্রশাসনের তদারকি
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় হোসেনপুর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কোনাবাড়ীতে সার্ভিস বেনিফিটের দাবিতে অব্যাহতিকৃত শ্রমিকদের বিক্ষোভ
গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান