পাইকগাছায় অবৈধ দখল-দূষণে মৃতপ্রায় খরস্রোত শিবসা ও কপোতাক্ষ নদ
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী শিবসা ও কপোতাক্ষ নদ আজ ধীরে ধীরে মরা খালে পরিণত হচ্ছে। এক সময়কার ঐতিহ্যবাহী খরস্রোতা খুলনা জেলার পাইকগাছার কপোতাক্ষের দুপাড় অবৈধ দখল আর দূষণে ক্রমেই রুগ্ন হচ্ছে। এমনকি নদীর দুপাশ দিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বর্জ্যের চাপে ঝিমিয়ে গেছে নদীটি। খুলনা জেলার পাইকগাছা অভ্যন্তরে শিবসা, কপোতাক্ষের একাংশে নেই কোনো জোয়ার-ভাটার উত্তাল ঢেউ। হারিয়ে গেছে নদীর যৌবন। শিবসা-কপোতাক্ষের স্রোতের তালে তালে বেঁধেছে কত কিশোর-কিশোরীর জীবন বিধান। ঢেউয়ের সাথে দুলেছে কত যুবক-যুবতীর হৃদয় তুলি। কত নবদম্পতি ঘর বেঁধেছে এর অববাহিকায়। কেউ তার খোঁজ আর রাখেনি।
এই শিবসা-কপোতাক্ষকে রক্ষার জন্য বিভিন্ন সময় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা নানা বাণী শোনালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কেউ। বরং উল্টো যাদের কাঁধে নদী রক্ষার দায়িত্ব তারাই নদী ভরাট করে চলেছে। মাছ চাষের নামে নদীর বিভিন্ন স্থানে বাঁধ সৃষ্টি করে পানির স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিয়েছে। কেউবা নদীর চরে ময়লার স্তূপ বানাচ্ছে। এক সময় দক্ষিণাঞ্চলের মালামাল আনা-নেয়ার জন্য ব্যবসায়ীদের একমাত্র ভরসা ছিল শিবসা-কপোতাক্ষ নদ। আর এখন সেই নদীকে সবাই ভুলতে বসেছে। যে যেভাবে পারছে সেভাবে দখল ও দূষণ করছে।
নদী এলাকায় সরেজমিন দেখা যায়, কাশিমনগরের উত্তরে, কপিলমুনি বাজারের পেছনে, গোলাবাড়ী মোড়, আগড়ঘাটা, বোয়ালিয়া খেয়াঘাট, রাড়ুলী, আলোকদীপ, শিববাটী, কাটাখালী বাজার, মরিচচাপ খেয়াঘাট, বড়দল খেয়াঘাট, চাঁদখালী বাজার এলাকা, পাইকগাছা বাজার, বয়রা গেট, হাড়িয়া নদীর মুখসহ শিবসা ও কপোতাক্ষের বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। ভূমিদস্যুরা নদীর মাঝখান বরাবর নানা ধরনের কার্যকলাপ চালাচ্ছে। অনেক জায়গায় নির্মাণ করা হচ্ছে ঘর বাড়ি। কেউবা গড়ে তুলেছেন ব্যবসায় প্রতিষ্ঠান। কেউবা বানাচ্ছে ইটভাটা ইত্যাদি।
এক সময়কার খরস্রোতা শিবসা, কপোতাক্ষ স্থানভেদে ৫০০ থেকে ১৫০০ ফুট এবং তার অধিক প্রশস্ত নদী দুটি বর্তমানে কোথাও কোথাও ১০০ থেকে ২০০ ফুটে পরিণত হয়ে গেছে। ফলে নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে। নদী দুটি দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নদী দুটির অববাহিকায় বসবাসকারী স্থানীয়রা।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান