ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শৈলকুপায় ইউপি নির্বাচন নিয়ে আ’লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ : পুলিশসহ আহত ২০


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-১১-২০২১ বিকাল ৫:১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আবুল হোসেন জোয়ার্দ্দার-এর ছেলে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে  ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান সাচচু জোয়ার্দ্দার ওরফে সাচচু মাষ্টারের জনমতে ঈর্ষান্বিত হয়ে তার ছেলে ও পরিবারের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলা ও বসতবাড়ি ভাংচুর করার অভিযোগ করেছেন মনিরুজ্জামান সাচচু জোয়ার্দ্দার অরফে সাচচু মাষ্টার। 

বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু শিকদারের ছোট ভাই ওয়াহিদুজ্জামান ইকু শিকদার,শাওন শিকদার ও তাদের ক্যাডার বাহিনী রবিবার দুপুরে বিপ্রোবগদিয়া-সাদুহাটি বাজরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়নত্রণে পুশিল ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন। জানাগেছে, ইভিএম-এ ভোট গ্রহন হবে ঘোষণার পরথেকে নির্বাচন না করার জন্যে বিভিন্ন ভাবে সাচচু মাষ্টারকে চাপ দেয়া হচেছ। প্রতিপক্ষের হামলায় সাচছু জোয়ার্দারের ছেলে তৌহিদ গুরুতর আহত হয়ে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পরিস্থিতি খারাপ হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যালে রেফার্ড করে। 

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে  ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামলীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে ৩ পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মূমূর্ষ অবস্থায় শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, শৈলকুপা থানার এস আই সিহাবুল ইসলাম, কনস্টেবল খাদেমুল ইসলাম, ইকবাল হোসেন, গ্রামবাসি মোঃ তৌফিক,মোঃ সৌখিন,আব্দুল আজিজ,মোঃ রবিউল,মোঃ রফিক,মোঃ শফিকুল, আইয়ুব হোসেন, আব্দুর রহিম,আব্দুল কুদ্দুস, লিটন আলী, হাফিজুর রহমান, নবাব আলীসহ ২০ জন।

এ ব্যাপারে এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাচচু জোয়াদ্দারের জনমতে ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যানের ছোটো ভাই ইকু শিকদার তার ক্যাডার বাহিনী নিয়ে প্রথমে সাদুহাটি বাজারে তৌহিদের উপরে হামলা করে। এসময় সাচচু জোয়ার্দারের সমর্থকরা ইকু শিকদারের ক্যাডার বাহিনীকে ধাওয়া করলে তারা ইউনিয়ন বোর্ডে অবস্থান করে। পরে শৈলকুপা পৌর এলাকার সাতগাছি ও খালকুলা গ্রামের চিহ্নিত বিএনপির ক্যাডার বাহিনী ইকু শিকদারের পক্ষে দেশি অসত্র,ঢাল,ফালা ও রামদা নিয়ে সু-সজ্জিত হয়ে বিপ্রবগদিয়া সাচচু জোয়ার্দার এর বসতবাড়িতে হামলা করে বাড়ি ঘর ব্যাপক ভাংচুর করে।
চেয়ারম্যান পদে আওয়ামলীগের মনোনয়ন পদপ্রার্থী সাচচু জোয়ার্দ্দার বলেন, আমার প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী এক দল সনত্রসী ভাড়া করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। সন্ত্রীসীরা ভোটারদের আতংক সৃস্টি করে ভোট ডাকাতির পাঁয়তারা চালাচেছ। আমি হামিকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমার পরিবার ও বাড়িঘরের উপর হামলা করেছে বর্তমান চেয়ারম্যান ,তার ছোটো ভাই ইকু শিকদার ও শাওন শিকদার। 

সাচচু মাস্টার আরো বলেন, নির্বাচন না করার জন্যে বেশ কিছুদিন যাবত  শৈলকুপা পৌর এলাকার ইকুর সমর্থক চিহ্নিত বিএনপি কর্মীদের দিয়ে বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমনত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষনসহ ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ,ঝিনাইদহ জেলা প্রশাসক মহোদ্বয় ও পুলিশ সুপার মহোদ্বয়ের নিকট প্রাথনা ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাসহ অবাদ সুষ্ট,শান্তি পূর্ন নির্বাচনে আপনাদের সুদৃষ্টি কামনা, প্রশাসনিক সহযোগিতা এবং এ ঘটনার বিচার দাবী করছি।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিপ্রোবকদিয়া গ্রামে আগে থেকেই আওয়ামীলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও বিপ্রোবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক চেয়ারম্যান পুত্র মনিরুজ্জামান জোয়ার্দ্দার অরফে সচচু মাস্টার গ্রুপের লোকজন দু'ভাগে বিভক্ত ছিল। রোববার সকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে  গ্রামবাসী দু'দলে বিভক্ত হয়ে লাঠি-সোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অসত্র-সসত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনি আছেন এবং পরিস্থিতি নিয়নত্রণে কাজ করছেন। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, শনিবার (২৭ নভেম্বর) শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পরে বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আরও সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। তবে পুলিশ সতর্ক রয়েছে বলে ওসি জানান।এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জামান / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে