ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে মাসব্যাপী এতিম শিশুদের মাঝে উন্নত খাবার প্রদান


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১২:২

ঝিনাইদহে প্রতিবন্ধী বৃদ্ধকে হুইলচেয়ার প্রদান, একজন বিধবা অসহায়  মহিলাকে  সিঙ্গার সেলাই মেশিন প্রদান এবং মাসব্যাপী মকবুল হোসেন হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও ঝিনাইদহের পবাহাটি এতিমখানার এতিম শিশুদের আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইন মহাবিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক দেশের স্বনামধন্য শীর্ষপর্যায়ের শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে এবং চ্যারিটি ফোরাম '৮৮ এবং বাংলাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেনের উদ্যোগে ঝিনাইদহ জেলার তত্ত্বাবধানে Orphan Feeding Project-এর মাধ্যমে মাসব্যাপী তিনবেলা এতিম শিশুদের আপ্যায়নের আয়োজন করা হয়।

এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বালাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের জেলা সমন্নয়ক মেহেদী মাসুদের সভাপতিত্বে এ সময় বালাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের যুগ্ম-সমন্বয়ক কাজী মাহাবুবুর রহমান রুনুসহ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ৮৮ প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানটি হৃদয়ে ধারণ করার জন্য, শিক্ষণীয় এবং উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে এতিমখানার কর্তৃপক্ষ এবং প্যানেলের কয়েকজন বন্ধু অভিমত ব্যক্ত করেন। সমাপনী দিনে ছোট সোনামণিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পরিশেষে মহান আল্লাহর দরবারে সবার সুস্থতা এবং এ ধরনের মহতি কাজে বিত্তবানদের অংশগ্রহণ করার দাবি জানানো হয় এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

বিধবা মহিলা মিনি খানম আনন্দে আত্মহারা হয়ে বলেন, বেশ আগেই আমার স্বামী মারা গেছে। আমার দুটি মেয়ে, ঘর ভাড়া করে থাকি। এই সেলাই মেশিন দিয়ে রোজগার করে আমি আমার বাড়ি ভাড়াসহ সন্তানদের লেখাপড়া চালাতে পারব ইনশা আল্লাহ।

জানা গেছে, বাংলাদেশ  চ্যারিটি ফোরাম ৮৮ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে টানা একমাস মাদ্রাসার এতিম অসহায় শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন সহ ঝিনাইদহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ যেমন গরিব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবসত্র প্রদান, কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান, নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ নানামুখী সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করে আসছে। অতি অল্প সময়ে সংগঠনটি সারাদেশসহ ঝিনাইদহ জেলা শহরে সুনাম অর্জন করেছে। আর এই সামাজিক সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করে রেখেছেন বাংলাদেশ ৮৮ ঝিনাইদহ জেলার সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী মাসুদসহ তাদের একঝাঁক বন্ধুর নিরলস প্রচেষ্টা।

বাংলাদেশ চ্যারিটি ফোরাম ‘৮৮ ঝিনাইদহ জেলার আয়োজনে মাসব্যাপী তিনবেলা এতিম শিশুদের উন্নতমানের খাবারের আপ্যায়ন শেষদিন ও সমাপনী দিনেও মাছ, মাংস, ডিম পোলাও, মিষ্টিসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বাক ও শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ শফিউদ্দিন শেখের ছেলে বলেন, আমার বৃদ্ধ পিতা অসচ্ছল, বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে কারণেই তার একটি হুইলচেয়ার খুবই প্রয়োজন ছিল। হুইলচেয়ার পেয়ে আমি এবং আমার পিতা মহাখুশি হয়েছি। হুইলচেয়ারটি পাওয়ায় আমার পিতার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক।

এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বালাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের সমন্নয়ক মেহেদী মাসুদ জানান, একটি হুইলচেয়ারের অভাবে প্রতিবন্ধী শফিউদ্দিনের চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছিল। বাক ও প্রতিবন্ধী বৃদ্ধ শফিউদ্দিন শেখের হুইলচেয়ার নেই, তিনি খুবই কষ্টে আছেন- সে তথ্যটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে তাকে আমরা একটি হুইলচেয়ার প্রদান করি।

মেহেদী মাসুদ আরো বলেন, প্রতিবন্ধী শফিউদ্দিন শেখ আমাদের এই অনুষ্ঠানে এসে বারবার তার অসহায়ের কথা ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করেন,স্বাভাবিক চলাচলের জন্য তার একটা হুইল চেয়ার প্রয়োজন তা বারবার ইঙ্গিত করছিলেন এবং তার অসহায়ের কথা ইশারা-ইঙ্গিতে বলার চেষ্টা করেন। আমরা দ্রুত খোঁজখবর নিয়ে ওই প্রতিবন্ধীরকে একটি হুইলচেয়ার প্রতিষ্ঠান থেকে আজকের এই আয়োজনের মাধ্যমে তাকে হুইলচেয়ার প্রদান করেছি।

এদিকে হুইলচেয়ার পেয়ে আনন্দ আর খুশিতে বারবার ইশারা-ইঙ্গিতে চিৎকার করছিলেন বাক ও প্রতিবন্ধী বৃদ্ধ শফিউদ্দিন শেখ। তার স্ফিত হাসি মুহ‍ূর্তে ছড়িয়ে গেল ল’ কলেজ  চত্বরে। যেন এক প্রতিবন্ধীর উন্নয়ন ও পুনর্বাসনের নীরব বার্তা বাতাসে মিশে গেল।

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে