কর্মকর্তা ও স্থানীয় পাতিনেতা সিন্ডিকেট
উচ্ছেদ শেষ হওয়ার আগেই আবার দখল রেলের জমি!
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কতিপয় অসৎ কর্মকর্তা স্থানীয় পাতি নেতার সাথে সিন্ডিকেট করার ফলে সাপ-লুডু খেলার ন্যায় চলে রেলওয়ের জমির অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃদখল। একদিক থেকে উচ্ছেদ করা শুরু করে অপর প্রান্ত পর্যন্ত শেষ হওয়ার আগেই আবার দখল করে ফেলে কথিত পাতি নেতারা। এসব দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে রাজি নয় কেউ। দায়সারা বক্তব্য দিয়েই পার পেয়ে যেতে চান সংশ্লিষ্টরা। ফলে একদিকে যেমন আকাইম্মাই খরচ হচ্ছে উচ্ছেদ কাজে ব্যবহৃহ হওয়া সরকারি টাকা, অন্যদিকে বেহাত হয়ে যাচ্ছে মোটা অংকের রাজস্ব।
স্থানীয়রা বলছেন, জমি ভাড়ার একটা অংশ রেলের কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তাদের পকেট পর্যন্ত পৌঁছায়। তবে এ দাবি অস্বীকার করছেন রেলের কর্মকর্তারা।
জানা যায়, নগরীর জানআলী হাট স্টেশন মাস্টার আব্দুস সালামের সহায়তায় মো. জসিম ওরফে স্ক্র্যাপ জসিমের নেতৃত্বে মো. আবু তৈয়ব, সাইফু, মো. শাহজাহান, মো. শফিকুর রহমান সৌরভ ও মো. জিয়ার সমন্বয়ে গঠিত সিন্ডিকেট গঠন করে রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় ২ শতাধিক দোকান তুলে ভাড়ায় লগিয়ত করেছেন। যেখান থেকে ১ কোটি টাকা অগ্রিম বাবদ গ্রহন করে মাসিক ১২ থেকে ১৫ লাখ টাকা ভাড়া আদায় করে থাকেন। এসব টাকার ভাগ স্থানীয় স্টেশন মাস্টার, বিভাগীয় ভুসম্পত্তি দফতর, প্রকৌশল ও নিরাপত্তাবাহিনীর সদস্যরাও পেয়ে থাকেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে সরকারি অর্থ খরচ করে গত ২৫ আগস্ট কাপ্তাই রাস্তার মাথাসহ স্টেশন সংলগ্ন রেললাইন লাগোয়া দোকানগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু রহস্যজনক কারণে উচ্ছেদ কার্যক্রম সমাপ্ত হওয়ার পুর্বেই ভেঙ্গে দেয়া দোকানগুলো আবারো দখলে নেয় ওই চক্রটি এবং মোটা অংকের এডভান্স নিয়ে ভাড়ায় লাগাতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
ভাড়াটিয়ার ছদ্ম পরিচয়ে সাইনবোর্ডে থাকা নাম্বারে ফোন দিলে গডফাদার জসিম ওরফে স্ক্র্যাপ জসিম ফোন রিসিভ করে। দোকান ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি দোকানের জন্য অগ্রিম ২০ হাজার টাকা এবং দৈনিক ২০০ টাকা অর্থাৎ মাসে ৬ হাজার টাকা ভাড়া প্রদান করতে হবে। দোকানের মালিকানা সম্পর্কে জানতে চাইলে রেলওয়ের জমি বলে তিনি স্বীকার করে বলেন, অসুবিধা নেই, রেলের সবার সাথেই আমাদের কন্ট্রাক্ট আছে। তুলে দিলেও আবার বসতে পারবেন।
স্টেশন মাস্টার আ. সালামের সাথে কোনো চুক্তি আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, উনার সাথে লিয়াজোঁ ছাড়া কি এখানে এমন অবাধে দোকান করা যাবে?
অবৈধ দখলের বিষয়টি স্বীকার করলেও দখলদারের সাথে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে জানআলী হাট স্টেশন মাস্টার আ. সালাম বলেন, দোকনের সাথে আমার কোন সম্পর্ক নেই এগুলো দেখার জন্য এস্টেট ডিপার্টমেন্ট , প্রকৌশল ডিপার্টমেন্ট ও আরএনবি আছে। ওরাই দেখবে তবু রেলের এসব জমি বেদখল হয়ে যাচ্ছে দেখে আমি আমার দায়িত্ববোধ থেকে চিঠি দিয়েছি যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
ছদ্মবেশে স্থানীয় দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় স্টেশন মাস্টার, এস্টেট শাখার কানুনগো,আরএনবির সদস্য ও জিআরপি পুলিশ এসব দোকানের বাবদ নিয়মিত অর্থ নিয়ে থাকে। দোকান ভেদে টাকার অংকটাও আলাদা হয়। দোনের অগ্রিম টাকা সম্পর্কে বলেন দোকান ভেদে ১ লাখ টাকাও অগ্রিম দিতে হয় আর মাসিক ভাড়া ৬ থেকে ১০ হাজার পর্যন্ত।
এ ব্যাপারে জানতে চাইলে মাসোয়ারা আদায়ের বিষয়টি অস্বীকার করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, প্রকৌশল বিভাগের চাহিদামতো আমরা জায়গাটি খালি করে দিয়েছি। এখন আর আমাদের দায়িত্বে নেই। প্রকৌশল বিভাগ ওখানে ঘেরা-বেড়া দিয়ে সংরক্ষিত ঘোষণা করবে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরএনবি সজাগ থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্তগীন দৈনিক সকালের সময়কে বলেন, রেলের সমস্ত জায়গাই আমাদের। তবে এগুলো দেখাশোনা করার জন্যই নির্ধারিত এস্টেট শাখা রয়েছে। মাস্টারপ্ল্যানের আওতায় থাকা জমিতে আমরা ঘেরা-বেড়া দেব। তবে সেজন্য প্রয়োজনীয় বাজেটেরও স্বল্পতা আছে। সময়সাপেক্ষে তাও কেটে যাবে।
টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কেউ টাকা নিয়ে থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে জমি দেখভালের যেমন আমাদের দায়িত্ব আছে, তেমনি ওখানে যেসব কর্মকর্তা সব সময় থাকেন তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? তিনি কি কখনো তাদের বাধা দিয়েছেন, নাকি থানায় কোনো অভিযোগ দিয়েছেন? না, কোনোটাই তিনি করেননি। তারপরেও আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের যাতায়াতের সমস্যা আছে, লোকবলের সংকট তো আছেই। তবু আমরা একটা ক্যাম্প করার জন্য চাহিদাপত্র দিয়েছি। সেটা হলে ওখানে আমাদের সদস্যরা সার্বক্ষণিক থেকে দায়িত্ব পালন করতে পারবে।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান