ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ ঝিনাইদহ জেলা পুলিশ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ৪:৯

খুলনা রেঞ্জের নভেম্বর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নভেম্বর/২০২১ মাসে ঝিনাইদহ জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে 'ঝিনাইদহ', শ্রেষ্ঠ সার্কেল হিসেবে 'ঝিনাইদহ সদর সার্কেল' ও খুলনা রেঞ্জের মধ্যে তদন্ত অপরাধ দমন কর্মকাণ্ডে ঝিনাইদহ সদর থানা শ্রেষ্ঠ থানা হিসেবে ঝিনাইদহ সদর থানাকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও ঝিনাইদহ সদর থানার এসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার এএসআই (নিরস্ত্র) মো. নাজিম উদ্দিন যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন। শ্রেষ্ট হিসেবে ঝিনাইদহ জেলা মনোনীত হয়। 

খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেন। পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম বারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল, ঝিনাইদহ মো. আবুল বাশার, শ্রেষ্ঠ থানা হিসেবে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ সোহেল রানা।

এছাড়াও ঝিনাইদহ সদর থানার এসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার এএসআই (নিরস্ত্র) মো. নাজিম উদ্দিন যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা উপস্থিত ছিলেন,এ.কে.এম নাহিদুল ইসলাম বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স),মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ ও সিআইডি'র কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মো. মুনতাসিরুল ইসলাম পুলিশ সুপার হিসেবে যোগদানের পর ঝিনাইদহ জেলার আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও অবদান রেখেছেন বিভিন্ন সামাজিক কাজে। সার্বিক দিক বিবেচনায় পেয়েছেন শ্রেষ্ঠ জেলার ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম বার আইনশৃঙখলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়নত্রণ এবং খুলনা রেঞ্জের প্রতিটি জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও আসন্ন চতুর্থ ধাপের র্ন্বিাচন যাতে একইভাবে সম্পন্ন হয় সে বিষয়ে তিনি পুলিশ সুপারদের নিকনির্দেশনা প্রদান করেন।

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে