তানোরে জব্দকৃত সার অদৃশ্যের ইশারায় ছাড়
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স নাইস টেড্রার্সের বিরুদ্ধে অবৈধভাবে চোরাপথে সার বিক্রয়ের অভিয়োগ উঠেছে।স্থানীয় কষকেরা জানান, কতিপয় কৃষি কর্মকর্তার যোগসাজশে এই ডিলার দীর্ঘদিন ধরে নীতিমালা বহির্ভূতভাবে চোরাপথে এক এলাকার সার অন্য এলাকায় বিক্রয় করে আসছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গত ৫ ডিসেম্বর নাইস টেড্রার্সের এক ট্রাক” প্রায় ২০ টন ইউরিয়া সার চোরাপথে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় জব্দ করা হয়। তবে গত ৬ ডিসেম্বর (সোমবার) রহস্যজনক কারণে জব্দ করা সার ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ডিলারদের বিরুদ্ধে কোনো শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ না করেই জব্দ করা সার ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।স্থানীয় কৃষকেরা জানান, গত ৫ ডিসেম্বর (রোববার) উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের খুচরা ডিলার মেসার্স রাজ্জাক ট্রেডার্সে বরাদ্দ বহির্ভূত এক ট্রাকে প্রায় ২০ টন ইউরিয়া সার পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার সকালের সময়কে বলেন, উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিসিআইসি ডিলার মেসার্স নাইস টেড্রার্স বেশী মুনাফার আশায় চোরাপথে এসব সার খুচরা ডিলার রাজ্জাকের কাছে গোপণে বিক্রয় করে ছিল। অথচ সার বিপণন নীতিমালা অনুযায়ী এক এলাকার সার অন্য এলাকায় বিক্রয়ের কোনো সুযোগ নাই।
একটি সুত্র জানায়, উপজেলা সার ডিলারদের কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম এই সার জব্দ করে ডিলারের জিম্মায় দেন। তবে সার মনিটরিং কমিটি ব্যবস্থা না নিয়ে গত ৬ ডিসেম্বর (সোমবার) রহস্যজনকভাবে এসব জব্দ করা সার ছেড়ে দিয়েছেন।এতেকরে উপজেলার কৃষক ও সার ডিলারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নুরুজ্জামান ফটিকসহ আরও কয়েকজন ডিলার সকালের সময়কে অভিযোগে করে বলেন, পবা উপজেলার সার ডিলার খালেক ট্রেডার্স বেশ কয়েক বছর ধরেই নিজের এলাকায় সার বিক্রি না করে, পার্শ্ববর্তী তানোর উপজেলায় সার পাচার করে আসছেন। এদিকে ৬ ডিসেম্বর (সোমবার) সকালে তানোর-এর কয়েকজন সার ডিলার উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সঙ্গে সভা করেন। পরে জব্দ করা সার ছেড়ে দেওয়া হয়। এক এলাকার সার আরেক এলাকায় বিক্রয় করা নিষিদ্ধ হলেও কেন জব্দ করা সার ছেড়ে দেওয়া হয়েছে?
এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম সকালের সময়কে বলেন, সার নিয়ে কোনো অভিযোগ থাকলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলতে বলেন।
এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে বলেন, জব্দ করা সার তানোর-এর মুন্ডুমালা পৌরসভার ডিলার এমদাদের। এবিষয়ে জানতে চাইলে মেসার্স নাইস টেড্রার্সের স্বত্তাধিকারী এমদাদ বলেন, কৃষি কর্মকর্তার মৌখিক নির্দেশে তিনি এসব সার খুচরা ডিলার রাজ্জাকের কাছে বিক্রি করেছেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন
বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ
রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড
রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা
দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ
বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক
আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়
অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
Link Copied