তানোরে জব্দকৃত সার অদৃশ্যের ইশারায় ছাড়

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স নাইস টেড্রার্সের বিরুদ্ধে অবৈধভাবে চোরাপথে সার বিক্রয়ের অভিয়োগ উঠেছে।স্থানীয় কষকেরা জানান, কতিপয় কৃষি কর্মকর্তার যোগসাজশে এই ডিলার দীর্ঘদিন ধরে নীতিমালা বহির্ভূতভাবে চোরাপথে এক এলাকার সার অন্য এলাকায় বিক্রয় করে আসছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গত ৫ ডিসেম্বর নাইস টেড্রার্সের এক ট্রাক” প্রায় ২০ টন ইউরিয়া সার চোরাপথে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় জব্দ করা হয়। তবে গত ৬ ডিসেম্বর (সোমবার) রহস্যজনক কারণে জব্দ করা সার ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ডিলারদের বিরুদ্ধে কোনো শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ না করেই জব্দ করা সার ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।স্থানীয় কৃষকেরা জানান, গত ৫ ডিসেম্বর (রোববার) উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের খুচরা ডিলার মেসার্স রাজ্জাক ট্রেডার্সে বরাদ্দ বহির্ভূত এক ট্রাকে প্রায় ২০ টন ইউরিয়া সার পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার সকালের সময়কে বলেন, উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিসিআইসি ডিলার মেসার্স নাইস টেড্রার্স বেশী মুনাফার আশায় চোরাপথে এসব সার খুচরা ডিলার রাজ্জাকের কাছে গোপণে বিক্রয় করে ছিল। অথচ সার বিপণন নীতিমালা অনুযায়ী এক এলাকার সার অন্য এলাকায় বিক্রয়ের কোনো সুযোগ নাই।
একটি সুত্র জানায়, উপজেলা সার ডিলারদের কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম এই সার জব্দ করে ডিলারের জিম্মায় দেন। তবে সার মনিটরিং কমিটি ব্যবস্থা না নিয়ে গত ৬ ডিসেম্বর (সোমবার) রহস্যজনকভাবে এসব জব্দ করা সার ছেড়ে দিয়েছেন।এতেকরে উপজেলার কৃষক ও সার ডিলারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নুরুজ্জামান ফটিকসহ আরও কয়েকজন ডিলার সকালের সময়কে অভিযোগে করে বলেন, পবা উপজেলার সার ডিলার খালেক ট্রেডার্স বেশ কয়েক বছর ধরেই নিজের এলাকায় সার বিক্রি না করে, পার্শ্ববর্তী তানোর উপজেলায় সার পাচার করে আসছেন। এদিকে ৬ ডিসেম্বর (সোমবার) সকালে তানোর-এর কয়েকজন সার ডিলার উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সঙ্গে সভা করেন। পরে জব্দ করা সার ছেড়ে দেওয়া হয়। এক এলাকার সার আরেক এলাকায় বিক্রয় করা নিষিদ্ধ হলেও কেন জব্দ করা সার ছেড়ে দেওয়া হয়েছে?
এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম সকালের সময়কে বলেন, সার নিয়ে কোনো অভিযোগ থাকলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলতে বলেন।
এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে বলেন, জব্দ করা সার তানোর-এর মুন্ডুমালা পৌরসভার ডিলার এমদাদের। এবিষয়ে জানতে চাইলে মেসার্স নাইস টেড্রার্সের স্বত্তাধিকারী এমদাদ বলেন, কৃষি কর্মকর্তার মৌখিক নির্দেশে তিনি এসব সার খুচরা ডিলার রাজ্জাকের কাছে বিক্রি করেছেন।
এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
Link Copied