ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চাঁদপুরের হাইমচরে ফ্রেশ সিমেন্ট বিক্রি নিয়ে নাটকীয়তা


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ৪:৩৮

চাঁদপুরের হাইমচর উপজেলায় ফ্রেশ সিমেন্টের ডিলার থাকা সত্ত্বেও বহিরাগত ব্যবসায়ী গোপনে সিমেন্ট বিক্রির সময় সিমেন্ট জব্দ করা হয়েছে। এ নিয়ে দুপক্ষের ধস্তাধস্তিসহ  চলছে নানা নাটকীয়তা। গত ১০ জুন ওই উপজেলার ঢেলের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাইমচর উপজেলায় ফ্রেশ সিমেন্টের ডিলার হিসেবে মো. হারুনুর রশিদ দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি হাইমচর উপজেলার বিভিন্ন খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে ফ্রেশ সিমেন্ট বিক্রি করে থাকেন। সেই সুবাদে হাইমচর ঢেলের বাজার এলাকার আনোয়ারা ট্রেডার্সের প্রোপাইটার সিদ্দিকুর রহমান তার একজন নিয়মিত ক্রেতা। কিন্তু গত ১০ জুন রুবাইয়া ট্রেডার্সের হযরত আলী লিয়াকত, আনোয়ারা ট্রেডার্সের সিদ্দিকুর রহমানের কাছেতাকে সিমেন্টের নির্দিষ্ট দাম থেকে আরো অনেক কম দামে সিমেন্ট বিক্রি করবেন বলে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে তার কাছে গোপনে ৩০০ ব্যাগ সিমেন্ট বিক্রির জন্য নিয়ে যান। ওই সময় হাইমচর উপজেলার ফ্রেশ সিমেন্টের প্রকৃত ডিলার হারুনুর রশিদ তা দেখতে পেয়ে হযরত আলী লিয়াকত ডিলার না হয়েও কেন সে এভাবে গোপনে কম দামে সিমেন্ট বিক্রি করছেন সেজন্য তিনি তাতে প্রতিবাদ করেন।

এ নিয়ে প্রথমে উভয়পক্ষের মাঝে অনেক বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হযরত আলী লিয়াকত তার গাড়ির ড্রাইভার সহ অন্যান্য লোকজনকে খবর দিলে তাদের উভয়পক্ষের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ওই ৩০০ ব্যাগ সিমেন্টসহ গাড়িটি থানায় নিয়ে যায় এবং উভয়পক্ষকে ডেকে মীমাংসার পরামর্শ দেয় হাইমচর থানা পুলিশ।

হাইমচর উপজেলা ফ্রেশ সিমেন্টের ডিলার হারুনুর রশীদ জানান, আমি দীর্ঘদিন ধরে ফ্রেশ সিমেন্টের উপজেলা ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছি। আমি হাইমচর এলাকার অধিকাংশ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে নিয়মিত সিমেন্ট বিক্রি করে থাকি। ঘটনার দিন জানতে পারি রুবাইয়া এন্টারপ্রাইজের খুচরা সিমেন্ট বিক্রেতা হযরত আলী লিয়াকত আমার নিয়মিত কাস্টমার আনোয়ারা ট্রেডার্সের সিদ্দিকুর রহমানের কাছে নির্দিষ্ট দামের চেয়ে কম দামে বিক্রির জন্য গোপনে তার দোকানে সিমেন্ট নিয়ে যায়। খবর পেয়ে আমি তাতে প্রতিবাদ করলে হযরত আলী লিয়াকত ও তার ড্রাইভারসহ আমার ওপর ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডার পর আমাদের উভয়পক্ষের মাঝে ধস্তাধস্তি হয়। পরে খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায় এবং আমাদের উভয়পক্ষের কাছ থেকে লিখিত রেখে মীমাংসার জন্য বলে। কিন্তু হযরত আলী লিয়াকত তা না শুনে সেখান থেকে চলে যান এবং দুষ্টচক্রের প্রলোভনে হাসপাতালে ভর্তি হন। যেখানে আমাদের মাঝে কোনো মারামারির ঘটনা ঘটেনি, সেখানে তিনি এসব নাটকীয় করে ষড়যন্ত্রমূলকভাবে ঘটনা অন্যদিকে নেয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে আনোয়ারা ট্রেডার্সের প্রোপাইটার সিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সে আমার কাছে অনেক কম দামে সিমেন্ট বিক্রি করবে বলে সে বিভিন্ন লোভ দেখিয়ে তা বিক্রির জন্য আমার কাছে নিয়ে আসে। আসলে সে যেভাবে লোভনীয় অফার করেছে, আসলে তা নয়। 

এ বিষয়ে ফ্রেশ সিমেন্টের জেলা মার্কেটিং অফিসার মোস্তফা জানান, উক্ত ঘটনার বিষয়টি আমি ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। এখন তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে। আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, সিমেন্ট বিক্রি নিয়ে তাদের উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডার খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি।  সেখান থেকে সিমেটগুলো প্রথমে থানায় নিয়ে আসা হলে তাদের উভয়পক্ষকে বসে তা মীমাংসা করার জন্য পরামর্শ দেই। কিন্তু সমঝোতা না হওয়ায় যার সিমেন্ট সে নিয়ে যায়।

এমএসএম / জামান

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩