মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে এই প্রথম সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী দিজেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম প্রমুখ ।
ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
এমএসএম / জামান