প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে পাটগ্রামে প্রতারণার চেষ্টা : আটক ৫
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও গণভবনের কর্মচারী পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটকৃতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোবারকগোনা এলাকার আলাউদ্দিন ভূঁইয়া সাগর (৫০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচ্চালিয়াপাড়া এলাকার আশরাফ উদ্দিন (৫০), রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবানীপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজিজুল হক (৪৮), বরিশালের আগৈলঝাড়া লঝড়া থানার বারাক এলাকার সাত্তার হোসেনের ছেলে রফিক মিয়া (৩৫) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আক্তার উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৩)।
বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার দহগ্রাম ইউনিয়নের পানবাড়ী কোম্পানি ক্যাম্পে ৫ ব্যক্তি প্রবেশ করে। ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের কাছে তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও গণভবনের কর্মচারী পরিচয় দেয়। এ সময় তারা ভারত থেকে দহগ্রাম তিনবিঘা কড়িডর গেট দিয়ে অবৈধভাবে গরু আনার প্রস্তাব দেন। ঘটনার সময় লুনা হুমায়ুন পারভীন নামে এক নারী নিজেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে ক্যাম্প কমান্ডার ফোন দিয়েও তদবির করেন। অপরদিকে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইসহাকের হোয়াটসঅ্যাপ নম্বরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দাবি করে শেখ যুবরাজ নামে অপর এক ব্যক্তি বার্তা পাঠান। বার্তায় তিনি ভারতীয় গরু নিয়ে আসার ব্যাপারে তাদের সহযোগিতা করতে বলেন। ওই সময় বিজিবির দায়িত্বরতদের সন্দেহ হলে ক্যাম্পে আসা ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেন তারা। একপর্যায়ে পরিচয় দেয়া ব্যক্তিগণ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও গণভবনের কেউ নয় নিশ্চিত হয়ে তাদের আটক করে বিজিবি।
রাত সাড়ে ১০টায় আটকৃতদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় শুক্রবার রাত ১১টায় বিজিবির পানবাড়ী কোম্পানির সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দেয়া মামলায় আটকৃতদের শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
Link Copied