কোন উদ্দেশ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ১৭ কর্মকর্তার বদলি
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অল্প সময়ের ব্যবধানে আবারো বিভিন্ন শাখায় পদায়ন বা বদলির ঘটনা ঘটেছে। তবে এবার আগের মতো দু-একজন নয়, ১৭ জন কর্মকর্তাকে একসাথে বদলি করা হয়েছে বিভিন্ন শাখায়। এতগুলো কর্মকর্তাকে একসাথে বদলি করার পেছনে কি স্বার্থ কাজ করছে? এটি দীর্ঘদিনের কোন্দল নিরসনে, নাকি দুর্নীতিবাজদের বাঁচাতে? এ নিয়েই চলছে গুঞ্জন আর কানাকানি।
কলেজ পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে চেয়ারম্যান হওয়ার কিছুদিনের মধ্যেই বিভিন্ন শাখায় বিশাল এই রদবদলের ঘটনা ঘটালেন নতুন দায়িত্ব নেয়া চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। এই পদায়নে বর্তমান বোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেনসহ প্রেষণে নিয়োগ পাওয়া অন্য কর্মকর্তাদের বিশাল একটি স্বার্থ কাজ করছে বলে অভিযোগ উঠেছে। বড় পরিসরের আকস্মিক এই বদলির পেছনে রয়েছে দুর্নীতির দায়ে বরখাস্ত সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ মোট ১২ জনের নামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর করা প্রায় সাড়ে ১৮ লাখ টাকার একটি দুর্নীতির মামলা (যার বিশেষ মামলা নং ১৪/২০২০, তাং ২৩/৯/২০২০ ইং) থেকে অব্যাহতি পাওয়া।
সেই সাথে শিক্ষা বোর্ড থেকে ‘এনওসি’ (নো অবজেকশন সার্টিফিকেট) পাওয়ার আশায় বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিগত সময়ের চেয়ারম্যানসহ অন্য আসামিদের যোগসাজশে এই আকস্মিক বিশাল পরিসরের রদবদলের ঘটনা ঘটেছে বলে মন্তব্য শিক্ষা বোর্ডে কর্মরতদের। কারণ, ওই দুর্নীতির মামলা চলমান অবস্থায় গত ৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার নগরীর গ্রেটার রোড সোনালী ব্যাংক শাখাতে শওকত নামে এক ব্যক্তি শিক্ষা বোর্ডের অন্তর্গত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের (EIIN) নাম্বার ব্যবহার করে দুর্নীতির সমপরিমাণ অর্থ জমা দিলেও অলৌকিক কারণে বিগত সময়ের বোর্ড চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেনকে বিষয়টি শিক্ষা বোর্ডের অর্থ, রাজস্ব ও আইটি শাখা ও ব্যাংক কর্তৃপক্ষ অবগত করেনি। গত মাসের শেষের দিকে শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নেয়া কর্তাকে বিষয়টি ব্যাংক থেকে দাপ্তরিকভাবে জানানো হয়েছে চলতি ডিসেম্বর মাসের ৭ তারিখ সকালে। ব্যাংক কর্তৃপক্ষ ও বোর্ডের হিসাব শাখার এ ধরনের লুকোচুরির বিষয়গুলোও বিশাল পরিসরের এই বদলিকরণের বিষয়টিকে সন্দেহের দিকেই ধাবিত করছে বলে মন্তব্য বোর্ডে কর্মরতদের।
গত ৬-১২-২০২১ ইং তারিখে স্মারক নম্বর-৩৩০ (৩৭)/১ম-৮৪/সংস্থাপন (৫ম খন্ড)’র আদেশবলে ১৭ জন কর্মকর্তার পদায়ন বা বদলীর চিঠি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। যেটি কার্যকর হয়েছে পরের দিন সকাল থেকেই। এর আগে, গত ১৪-১১-২০২১ ইং তারিখে বেশ কয়েকজন কর্মকর্তাকে অন্য শাখায় বদলী করার পর মাত্র ২২ দিনের মাথায় আবারো নতুন শাখায় বদলীকরণের বিষয়টি নিয়ে সমস্ত শিক্ষা বোর্ড জুড়ে চলছে সমালোচনার ঝড়।
এছাড়াও দুদকের মামলায় বিগত বোর্ড চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে আসামীর তালিকায় থাকা চারজন কর্মকর্তাকে বসানো হয়েছে অতি গুরুত্বপূর্ণ সব দপ্তরে। বদলী করা হয়েছে নির্দিষ্ট কোন স্বার্থ হাসিলের জন্যই বলে মন্তব্য কর্মকর্তা-কর্মচারিদের।
টাকা জমা দেয়া ঠিকাদার শওকত আলী বলেন, ‘আমার প্রতিষ্ঠানের পাওয়া কয়েকটি কাজ না করেও বিল তুলে নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। তবে সব কাজই করা হয়েছিল। এখন কে টাকা ফেরত দিয়েছে সেটা আমি বলতে পারব না। আমি টাকা দিইনি।’
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমি অসুস্থ, ঢাকায় থাকি। আমি কোনো টাকা ফেরত দিইনি। কে টাকা জমা দিয়েছেন তাও জানি না। মামলার অন্য আসামিরাই এখন মামলা দেখে, তাঁরা দিয়েছে কি না সেটাও জানি না।’
দূর্ণীতি দমনের করা মামলার আসামি শিক্ষা বোর্ডের উপকলেজ পরিদর্শক নেসার উদ্দীন আহমেদ বলেন, ‘কে টাকা জমা দিয়েছে তা আমিও জানি না। আমি তো শুধু মামলার দিন আদালতে হাজিরা দেই। করোনার কারণে অনেকদিন হাজিরাও দেওয়া লাগেনি।
এদিকে নবনিযুক্ত রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘আমি কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছি। বিষয়টা সম্পর্কে শুনেছি, অফিসিয়ালি কোনো কাগজ পাইনি।’
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি