কেশবপুরের মঙ্গলকোটে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার কর্মীদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মনোোয়ার হোসেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেনের কর্মী ওসমান গনী, মফিজুর রহমান মফিজ, আশুতোষ হালদার, জয় খান গত শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে একই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের নেতৃত্বে তার অনুসারী আজিজুর রহমান, কামরুজ্জামান মিটু, পিটু, আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, রাজ্জাক, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নুর আহসান বাচু, নাসির হাসন, নাজমুল হাসন, ইয়াসিন খান, শাওন, সুমন, নজরুলসহ একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। তাদের গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। পরে খবর পেয় কেশবপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মনির হাসন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হাসেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন রাববার দুপক্ষকে ডেকে সাবধান করেন এবং পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয় দেন।
স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হাসেন বলেন, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন থেক তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। একই ভাবে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন আব্দুল কাদের। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে মনোনয়ন জমা দেয়ায় তাকে ভালোভাবে মেনে নিতে পারেননি তিনি।
তিনি আরো জানান, শনিবার রাতে তার তিন কর্মীকে বাড়ি ফেরার সময় মারধর করা হয়ছে। বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে হুমকি দেয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বলেন, শনিবার নৌকা প্রতীকের জন্য বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেছি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। এ ঘটনার সাথে আমি ও আমার কোনো কর্মী জড়িত নয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলন, রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের কার্যক্রম করতে বলা হয়ছে। আইনশংখলার অবনতির ঘটনা ঘটালে তাদর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
