ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কেশবপুরের মঙ্গলকোটে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৫:৪৪

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার কর্মীদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মনোোয়ার হোসেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেনের কর্মী ওসমান গনী, মফিজুর রহমান মফিজ, আশুতোষ হালদার, জয় খান গত শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে একই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের নেতৃত্বে তার অনুসারী আজিজুর রহমান, কামরুজ্জামান মিটু, পিটু, আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, রাজ্জাক, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নুর আহসান বাচু, নাসির হাসন, নাজমুল হাসন, ইয়াসিন খান, শাওন, সুমন, নজরুলসহ একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। তাদের গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। পরে খবর পেয় কেশবপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মনির হাসন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হাসেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন রাববার দুপক্ষকে ডেকে সাবধান করেন এবং পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয় দেন। 

স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হাসেন বলেন, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন থেক তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। একই ভাবে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন আব্দুল কাদের। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে মনোনয়ন জমা দেয়ায় তাকে ভালোভাবে মেনে নিতে পারেননি তিনি।

তিনি আরো জানান, শনিবার রাতে তার তিন কর্মীকে বাড়ি ফেরার সময় মারধর করা হয়ছে। বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে হুমকি দেয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বলেন, শনিবার নৌকা প্রতীকের জন্য বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেছি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। এ ঘটনার সাথে আমি ও আমার কোনো কর্মী জড়িত নয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলন, রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের কার্যক্রম করতে বলা হয়ছে। আইনশংখলার অবনতির ঘটনা ঘটালে তাদর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ

জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা

বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত

মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক

মধুখালীর ডুমাইনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার গাছের গুলাই বিক্রি