কুতুবদিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরে হরেক রকম দুর্নীতি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে হরেক রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের অর্থ লোপাটের খবর ছড়িয়ে পড়ার পর নিয়মিত কার্যালয়ে পাওয়া যাচ্ছে না জাকির হোসেনকে। গত রোববার কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখা যায়। বক্তব্য নিতে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে।
অভিযোগ উঠেছে, প্রশিক্ষক জাকির হোসেন কিশোর-কিশোরী ক্লাবের নামে আসা বরাদ্দের নব্বই শতাংশ লোপাট করেছেন ভূয়া বিল ভাউচার তৈরি করে। জানা যায়, তিনি পেকুয়া- কুতুবদিয়া দুই অফিসে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। খবরে জানা যায়, উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান, কবিতা আবৃতি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কিশোর কিশোরী ক্লাব গঠন করা হয় দুই বছর আগে। প্রতিটি ক্লাবে সদস্য থাকে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্রসহ মোট ৩০জন। তাদের প্রশিক্ষণের জন্য রয়েছেন দুজন শিক্ষক, একজন জেন্ডার প্রমোটর ও একজন সুপারভাইজার।
অভিযোগ উঠেছে, ক্লাবের সদস্যদের অধিকাংশই ভূয়া। আবার সদস্যদের জন্য বরাদ্দকৃত প্রতিদিনের নাস্তার টাকাও মেরে খেয়েছেন এই কর্মকর্তা। ক্লাবে সদস্যদের উপস্থিতি অর্ধেক হলে বিল হয়েছে পুরো ৩০ জনের।
সারাবছর কাজ করেও ২০২০ সালে কোন বেতন ভাতা পাননি বলে অভিযোগ করেছেন প্রকল্পের জেন্ডার প্রমোটর নিগার মনি। তিনি জানান, করোনা পাদুর্ভাবের কারণে ২০২০ সালে প্রকল্পের কার্যক্রম বন্ধ থাকলেও তাঁকে কাজ করানো হয়েছে সারা বছর। কিন্তু কোন বেতন ভাতা দেয়া হয়নি।
দক্ষিণ ধুরুং জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খিজির বলেন, তার বিদ্যালয়ে স্থাপিত ক্লাবে সরঞ্জাম দিয়ে কোন দিন কেউ আসেনি।হারমোনিয়াম, তবলা, কেরামবোর্ড নষ্ট হয়ে গেছে। জানালেও কোন কাজ হয়নি।
কৈয়ারবিল জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমদ জানান, তার বিদ্যালয়ে আগে কিছুদিন ক্লাবের শিক্ষকরা আসতেন । দুই মাস ধরে কেউ আসেন না।
কুতুবদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন দেখা যায়, ৭ জন কিশোর কিশোরী উপস্থিত রয়েছে। শিক্ষক ইয়াসমিন আসেননি। এসব অনিয়মের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) শওকত হোছাইন বলেন, দু-একটি ক্লাবে উপস্থিতির সংখ্যা কম এটা ঠিক। তবে তা কাট-ছাঁট করে বিল করা হয়।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ব্যবহার করে পরিচালিত এ প্রকল্পের কার্যক্রমের বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ব্যবহার করে কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রম পরিচালনার বিষয়ে তাকে লিখিতভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরের জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, উপজেলায় কিশোর-কিশোরী ক্লাবের বিষয়ে তাকে কোন প্রকার অবহিত করা হয়নি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে কোনো অসংগতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
এমএসএম / জামান

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ
